পুলিশ কমিশন অধ্যাদেশের গেজেট প্রকাশ

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

পুলিশ কমিশন প্রতিষ্ঠা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেটের অধ্যাদেশে বলা হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধের লক্ষ্যে পুলিশ বাহিনীর সদস্যদের সততা, পেশাদারিত্ব, দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য।

যেহেতু শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশ যাতে মানবাধিকার সুরক্ষা করে ও প্রভাবমুক্তভাবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করিতে পারে তা নিশ্চিত করা দরকার এবং একটি জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করা দরকার।

পুলিশ সদস্যদের বিরুদ্ধে নাগরিকদের অভিযোগের তদন্ত এবং পেশাগত বিষয়ে পুলিশ সদস্যদের সংক্ষোভ নিরসন ও ন্যায্য সুরক্ষা নিশ্চিতকল্পে একটি নিরপেক্ষ ও কার্যকর কর্তৃপক্ষ গঠন আবশ্যক।

পুলিশ বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য একটি সংবিধিবদ্ধ ও নিরপেক্ষ পুলিশ কমিশন প্রতিষ্ঠা করা এবং তাহার কার্যবলী ও দায়িত্ব নির্ধারণের উদ্দেশ্যে আইন প্রণয়ণ সমীচীন ও প্রয়োজনীয়।

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রয়েছে। রাষ্টপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে। সেহেতু সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্টপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন। এর সংক্ষিপ্ত শিরোনাম হলো পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হবে। এই অধ্যাদেশ অবিলম্বে কার্যকর হবে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি