image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৭৭ জন, মৃত্যুহীন ১ দিন

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

ডেঙ্গুতে আরও ৩৭৭জন হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন করে বুধবার, (১০ ডিসেম্বর ২০২৫) কেউ মারা যাননি। এ নিয়ে গত জানুয়ারি থেকে চলতি বছরের বুধবার, পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯ হাজার ৮২ জন। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থা ৪০১ জনের মৃত্যু হয়েছে। এখনও সারাদেশের হাসপাতালে ভর্তি আছে ১৪৯২ জন।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৫ জন, ঢাকা বিভাগে ৭৬ জন, ঢাকা উত্তরে ৮৮ জন, ঢাকা দক্ষিণে ৫৮ জন, খুলনা বিভাগে ২৮ জন, ময়মনসিংহে ১৯ জন, রাজধানী বিভাগে ২১জন, রংপুর বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

ভর্তিকৃতদের মধ্যে ৫ বছর বয়সের ২২ শিশু, ৬-১০ বছর বয়সের ১২ জন, ১১-১৫ বছর বয়সের ২২ জন, ১৬-২০ বছর বয়সের ৪৬ জন, ২১-২৫ বছর বয়সের ৫৪ জন, ২৬-৩০ বছর বয়সের ৫০ জন, ৩১-৩৫ বছর বয়সের ৪৬ জন, ৪১-৪৫ বছর বয়সের ২২ জনসহ নানা বয়সের ৩৭৭ জন আক্রান্ত হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর অনেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশেও এর প্রভাব পড়ছে। বাংলাদেশে ২০০০ হাজার সালে ডেঙ্গু প্রথম চিহ্নিত হওয়ার পর থেকেই বিশেষজ্ঞরা ডেঙ্গু নিয়ে গবেষণা শুরু করেন।

বাংলাদেশে ডেঙ্গু এখন এক নীরব আতঙ্কের নাম। গত কয়েক বছরই বর্ষা ও বর্ষার পরবর্তী সময়ে এর বিস্তার আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। প্রবণতাটি স্পষ্ট করে দিচ্ছে যে, যদি এখনই কার্যকর উদ্যোগ নেয়া না হয়।

তবে সামনে পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করবে। এখনও সারাদেশে যে ডেঙ্গুর বাহক এডিস মশার উপদ্রব বেরেছে। তা ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী। এ বছর ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুর বিস্তার থাকবে। এখন নতুন করে এডিস মশার পাশাপাশি কিউলেক্স মশার উপদ্রব বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের একজন কীটতত্ত্ববিদ বলেন, শীতের কারনে ডেঙ্গু আস্তে আস্তে কিছুটা কমছে। তবে শীত এখনও তেমন পড়েনি। শীত বেশি পড়লে ডেঙ্গু আরও কমবে। ডেঙ্গু পুরোপুরি শেষ হবে না বলে তিনি মন্তব্য করেন।

‘জাতীয়’ : আরও খবর

» পুলিশ কমিশন অধ্যাদেশের গেজেট প্রকাশ

সম্প্রতি