image
বৃহস্পতিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা -সংবাদ

যত ক্ষমতাশালী হোন, আইন ভঙ্গ করলেই ব্যবস্থা: ডিএমপি

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমান বলেছেন, ‘যে যত বড় ক্ষমতাশালী হোন না কেন, আইন ভঙ্গ করলেই আইনের আওতায় আনা হবে।’ বৃহস্পতিবার, (১১ ডিসেম্বর ২০২৫) সরকারি আদেশ অমান্য করে সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনকারীদের ৪ জনকে আটক ইস্যুতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রোববার (আগামী) থেকে সচিবালয় বন্ধের একটা হুঁশিয়ারি দেয়া হয়েছে। এ ব্যাপারে এই মুহূর্তে আমরা এই অন দ্যা স্পট চারজনকে গ্রেপ্তার করেছি। এটা আপনারাও দেখেছেন। এখানে আমরা যাচাই-বাছাই করে দেখবো কার কতটুকু দায়-দায়িত্ব রয়েছে।’ তিনি বলেন, ‘ ঘটনার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে, আপনাদের (সাংবাদিক) কাছেও রয়েছে। বৃহস্পতিবারও আমি দুই-দুইবার তাদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করার জন্য বলেছিলাম। কিন্তু তারা সেই বিষয়টি আমলেই নেয়নি। সুতরাং এই মুহূর্তে যাদের নেয়া হয়েছে, অন দ্যা স্পট যারা আইন ভঙ্গ করেছে, আমরা শুধু তাদের বেছে বেছে কয়েকজনকে নিয়েছি। এইটা যদি অব্যাহত থাকে, যত মানুষ আইন ভঙ্গ করবে আমরা সবাইকে আইনের আওতায় আনবো।’

তিনি বলেন, ‘আমরা আপাতভাবে তাদের হেফাজতে নিয়েছি। যাচাই-বাছাই করে দেখা হবে। এরপর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো।’ সানা শামীনুর রহমান বলেন, ‘বাংলাদেশে যতগুলো কেপিআই রয়েছে, তার মধ্যে অন্যতম বাংলাদেশ সচিবালয়। আপনারা জানেন, বিগত দিনে এখানে কর্মচারীর নামে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করা হয়েছে। বিগত দিনের ঘটনা আপনাদের সবারই জানা। তারই ধারাবাহিকতায় আমরা গতকাল বুধবার রাতেও তাদের অনেক বুঝিয়েছি। কিন্তু তারা প্রশাসনের কোনো কথা শোনে নাই। তারা হুমকি-ধমকি অব্যাহতভাবে দিয়ে চলেছে। এটি হচ্ছে বাংলাদেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র। এখানে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল-মিটিং করার অনুমতি নাই।’

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ নির্দিষ্টভাবে সার্কুলার দিয়ে বাংলাদেশ সচিবালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে মিছিল-মিটিং, রাজনৈতিক কোনো ধরনের সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমরা বুধবার (গত) এবং বৃহস্পতিবারও এই মেসেজটি তাদের দেয়ার চেষ্টা করেছি যে, আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে সৃষ্টি করবেন না। যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এ জাতীয় কোনো কর্মকাণ্ড আপনারা করবেন না।’

ডিএমপির এ যুগ্ম কমিশনার বলেন, ‘বৃহস্পতিবারও আইন ভঙ্গ করে উপদেষ্টাকে জিম্মি করে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছে। এটি আমরা মনে করি ভিন্ন অর্থে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র কিনা আমরা সেটি খতিয়ে দেখছি। আপনারা দেখেছেন আমরা তাদের বিভিন্নভাবে মেসেজ দেয়া সত্ত্বেও তারা কর্ণপাত করেননি। কাউকে উনারা ঠিক রেসপন্স করেন নাই। ঠিক ওই অর্থে প্রশাসনের কোনো কথাই তারা কর্ণপাত করেননি। আবার যখন তারা একই পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছেন, আমরা তাদের সময় দিয়েছি। আপনারা দেখেছেন, আমি নিজেও ঘোষণা দিয়েছি তারা সেখানে কর্ণপাত করেন না। তারা এ ধরনের মিছিল অথবা সমাবেশ যেটা বেআইনি কর্মকাণ্ড, সেই বেআইনি কর্মকাণ্ডকে তারা অব্যাহত রেখেছেন।’ তিনি বলেন, ‘বর্তমান সরকার বিভিন্ন কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার কিন্তু সমাধান করে যাচ্ছে। যে কোনো সমস্যার সমাধানের একটা লিগ্যাল পথ রয়েছে। কিন্তু আপনি যখন যানবাহন চলাচল বন্ধ করেন, পথচারীদের বিঘ্ন সৃষ্টি করেন, মানুষের নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়ান, প্রশাসনের কেন্দ্রবিন্দু সেখানে যখন আপনি বিশৃঙ্খলার চেষ্টা করেন, তখন অবশ্যই আইন তার নিজস্ব পথে চলবে।’ তিনি বলেন, ‘আমরা আইনানুগ ব্যবস্থা নেবো। সে যেই হোন, যত বড় ক্ষমতাশালী হন না কেন, আইন যিনি ভঙ্গ করবেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।’

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি