ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সুবিধা পাওয়া এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় থাকা ১৯৩৬ দশমিক ৫০ একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার, (১১ ডিসেম্বর ২০২৫) এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
এসব জমির মূল্য ১৬ হাজার ৯৪০ কোটি টাকা বলে দুদকের আবেদনে বলা হয়েছে। এর আগেও এস আলম সংশ্লিষ্ট কয়েক হাজার বিঘা জমি জব্দের আদেশ দেয় আদালত। দুদকের জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক আখতারুল ইসলাম জানান, সংস্থার উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক এসব জমি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, এস আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট সত্তা এবং সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের অনুসন্ধানে তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্তে দেখা গেছে, অভিযোগ ওঠা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।
এস আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের স্থাবর সম্পদ অন্যত্র ‘হস্তান্তর, স্থানান্তর বা বেহাত’ করার চেষ্টা চলছে বলে দুদকের আবেদনে বলা হয়েছে।
দুদক মনে করছে, অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর হয়ে গেলে পরবর্তীতে তা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। এজন্য এস আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা এসব সম্পদ জব্দের আদেশ দেয়া প্রয়োজন।