বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৩০ জন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৯ জন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ৩০ জন কর্মকর্তা সদ্য পদোন্নতি পেয়ে ডিআইজি হন। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এই কর্মকর্তাদের বদলি করে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপন দুটিতে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।