সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজ রোববার রাত ৮টার পরে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
গতকাল রাত সাড়ে ৯টার দিকে ডিবি প্রধান শফিকুৃল ইসলাম সংবাদকে জানান,উনাকে আনা হয়েছে, এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। একটু কথা বলব। পরে বিষয়টি জানানো হবে বলে তিনি জানিয়েছেন।
আজ রোববার রাত ৮টা ৫০ মিনিটে আনিস আলমগীর নিজেই বিষয়টি কয়েকজন সাংবাদিককে জানিয়েছেন। মুঠোফোনে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমানে আমি ডিবি হেফাজতে আছি।
কে আপনাকে তুলে নিয়ে এসেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা তুলে নিয়ে এসেছে জানি না। তবে আমি এখন ডিবি হেফাজতে রয়েছি।
কী কারণে তুলে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কী কারণে আমাকে ডিবি কার্যালয়ে তুলে আনা হয়েছে, সে বিষয়টি বলতে পারছি না।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, “তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি আমরা। তার সঙ্গে কথা বলার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, “বিষয়টি আমরা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সংবাদমাধ্যমকে জানিয়ে দেব।”
দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন আনিস আলমগীর।
সমসাময়িক রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন টেলিভিশন টকশোতে তার বক্তব্যের কারণে সম্প্রতি আলোচনা-সমালোচনায় ছিলেন তিনি। ফেইসবুকে দেওয়া তার বিভিন্ন পোস্ট নিয়েও আলোচনা-সমালোচনা চলছে বেশ কয়েকদিন ধরে।