প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের শোক
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী গোষ্ঠীর ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিহত ৬ জন শান্তিরক্ষীর পরিচয় জানিয়েছেন বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসএপিআর) কর্তৃপক্ষ। এছাড়াও আহতদের পরিচয় নিশ্চিত করেছেন তারা। রোববার, (১৪ ডিসেম্বর ২০২৫) আইএসপিআর কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
অন্যদিকে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব এ হামলার নিন্দা জানিয়েনে। তারা নিহতদের জন্য শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আর আহতদের দ্রুত আরগ্য কামনা করেছেন।
আইএসপিআর কর্তৃপক্ষ জানিয়েছেন, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেইসে গতকাল শনিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলা চালানো হয়। উক্ত হামলায় দায়িত্বরত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং ৮ জন শান্তিরক্ষী আহত হন।
শহীদ শান্তি রক্ষীরা হলেন- কর্পোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ি), সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) ও লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।
আহত শান্তিরক্ষীরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া), সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর), কর্পোরাল আফরোজা পারভিন ইতি, সিগনালস (ঢাকা), ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা), সৈনিক মো. মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম), সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, ইঞ্জি. (রংপুর)।
প্রধান উপদেষ্টার শোক: বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে আনা ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ চালিয়ে যাবেন সরকার।
প্রধান উপদেষ্টার শোক বার্তায় বলেছেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের ছয়জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং আরও ৮ জনের আহত হওয়ার খবরে তিনি গভীরভাবে মর্মাহত।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে গভীর বেদনার।
প্রধান উপদেষ্টা নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংগের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এই দুঃসময়ে সরকার শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে।
বিবৃতিতে তিনি এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্বে গুরুতর অপরাধ। তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শারিক্ষীদের নিরাপত্তা আরও জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংগের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ চালিয়ে যাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনও গুতেরেস এক শোক বার্তায়, সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, শান্তিরক্ষীদের ওপর এই ধরনের হামলা কোনোমতেই ‘গ্রহণযোগ্য নয়’, এবং এটা যুদ্ধাপরাধের শামিলও হতে পারে।
রোববার, এক একর পোষ্টে তিনি এ হামলার নিহতদের জন্য শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে আহতদের দ্রুত আরগ্য কামনা করেছেন।