ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পুলিশের পক্ষ থেকে রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীদের জন্য ‘নিরাপত্তা প্রটোকল’ দেয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। পাশপাশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া প্রথম সারির নেতাদেরও বাড়তি নিরাপত্তা দেয়ারও উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
রোববার,(১৪ ডিসেম্বর ২০২৫) এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, ‘এই প্রটোকলে রাজনৈতিক নেতাদের এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন, সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হবে। এছাড়া গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি নিরাপত্তা প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় হামলাকারী ও তার সহযোগীদের পুলিশ ইতোমধ্যে ‘শনাক্ত করেছে’। তাদের গ্রেপ্তারে লক্ষ্যে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর নিবিড় অভিযান অব্যাহত রয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের হাতের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হচ্ছে। প্রধান সন্দেহভাজন ব্যক্তি যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য গত শুক্রবার রাতেই সব ইমিগ্রেশন চেকপোস্টে সন্দেহভাজনদের ছবি ও অন্যান্য তথ্য সরবরাহ করা হয়েছে। সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র্যাবের টহল জোরদার করা হয়েছে। দেশের অভ্যন্তরে একাধিকবার সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হলেও বারবার স্থান পরিবর্তনের কারণে এখনো তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’’
প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, ‘পুলিশ ইতোমধ্যে প্রধান সন্দেহভাজনের চলাচলের খতিয়ান বা ট্রাভেল হিস্ট্রি সংগ্রহ করেছে। এতে দেখা যায়, আইটি ব্যবসায়ী পরিচয়ে তিনি গত কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছেন। সর্বশেষ গত ২১ জুলাই সিঙ্গাপুর ভ্রমণের তথ্য পাওয়া গেছে। এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে এমন আরও কয়েকজন সন্দেহভাজনকে ইতোমধ্যে নজরদারির আওতায় আনা হয়েছে।’
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আর নিরাপত্তার ঘাটতিসহ নানাভাবে দেখছে দেশের বিভিন্ন মহল। নির্বাচনি পরিবেশ নিয়ে শঙ্কার কথা উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে। তারা বলছেন, নির্বাচনকে উৎসবমুখর করতে হলে সামগ্রিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি লুট হওয়া অস্ত্র উদ্ধার ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে।’
এখন নিরাপত্তা দেয়ার উদ্যোগ নেয়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানালো অন্তর্বর্তী সরকার।
গত শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে ওসমান হাদির মাথায় গুলি করা হয়। চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোরসাইকেলের পেছনে বসে থাকা আঁততায়ী। হাদিকে প্রথমে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর তাকে নেয়া হয় এভারকেয়ার হাসপাতালে। হাদির কিডনি কাজ করছে জানিয়ে চিকিৎসক আব্দুল আহাদ বলেন, ‘ব্রেনের অপারেশনের আগে তার কিডনি ফাংশনিং ছিল না, সেটা এখন ফিরে এসেছে। তার নরমাল কিডনি ফাংশনিং চলছে। বাকি অর্গানগুলো ভেন্টিলেশন কার্যক্রমের মধ্যে রয়েছে। তার পাল্স ও বিপি এখন স্টেবল আছে। তার জন্য দোয়া করবেন।’
এদিকে হাদির আগে গত নভেম্বরের প্রথম সপ্তাহে চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে গুলির ঘটনায় একজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হলেও প্রাণে রক্ষা পেয়েছেন প্রার্থী।