image
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সোমবার, রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে জাতীয় ছাত্রশক্তি -সংবাদ

হাদি হত্যাচেষ্টা: ছাত্রদের শাহবাগ অবরোধ

অবরোধে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধকারী জাতীয় ছাত্রশক্তি তিন ঘণ্টা বাদে সড়ক ছেড়েছে। সোমবার, (১৫ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় কর্মসূচি শেষ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠনটি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বেলা সাড়ে ১২টায় তারা সড়ক অবরোধ করেছিলেন। তাতে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

অবরোধে ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হাদির ওপর গুলি কেন, প্রশাসন জবাব চাই’, ‘এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’সহ নানা স্লোগান দেন ছাত্রশক্তির নেতাকর্মীরা। ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শহিদ মিনারে আয়োজিত ইনকিলাব মঞ্চের প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়ে অবরোধের সমাপন টানেন ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।

তিনি বলেন, ‘আমরা সোমবারের মতো ইনকিলাব মঞ্চের আয়োজিত প্রতিবাদ কর্মসূচিকে সংহতি জানিয়ে আমাদের কর্মসূচি এখানে শেষ করছি। ‘তবে আজ ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে আমাদের কর্মসূচি স্থগিত রাখছি। আগামীকাল পরিস্থিতি লক্ষ্য করে আমাদের কর্মসূচি কী হবে জানিয়ে দেবো।’

ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করছেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির পর থেকেই তার নিরাপত্তা দিতে ‘সরকারের ব্যার্থ’ বলে অভিযোগ করে আসছেন জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আসা বিভিন্ন পক্ষ। তারা বিভিন্ন সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানিয়ে আসছিলেন। হাদিকে গুলি করা প্রধান অভিযুক্তের দেশ ছাড়ার গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে সড়কে নেমেছে ছাত্রশক্তি।

গুলির ঘটনায় তিন দাবিতে সচিবালয়ে ডাকসু নেতারা

হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমসহ কয়েকজন নেতা। সোমবার, দুপুর ১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের জন্য পদযাত্রা নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন ডাকসুর নেতারা। দোয়েল চত্বরে তাদের পদযাত্রাটি পুলিশের বাধার মুখে পড়লে সেখান থেকে আলোচনার জন্য সাদিকসহ ডাকসুর কয়েকজন প্রতিনিধি সচিবালয়ের ভেতরে যান। আর বাকিরা শিক্ষা ভবন মোড়ে অবস্থান করেন।

তিনটি দাবি হলো- হাদিকে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার। দেশব্যাপী অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার। নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার । শিক্ষার্থী-জনতাকে সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে থেকে এ পদযাত্রা শুরু করেন তারা। সেটি টিএসসি হয়ে, দোয়েল চত্বর এসে পুলিশের বাধার মুখে পড়ে। তখন ছাত্র-জনতা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান।

এরপর কয়েকজন প্রতিনিধি সচিবালয়ে যান। আর শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে ডাকসু নেতাদের ‘জাহাঙ্গীরের দুই গালে, পেঁয়াজ মারো তালে তালে’, ‘সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ’, ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি রাজপথে’, ‘আমরা সবাই হাদি হব, হাদির মুখে কথা কব’সহ নানা স্লোগান দিতে দেখা যায়। এর আগে গতকাল রোববার রাতে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম তিন দাবি জানিয়ে স্বরাষ্ট উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি