image

হাদির ওপর হামলা ‘বিচ্ছিন্ন ঘটনা’, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: সিইসি

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর সাম্প্রতিক হামলার ঘটনাকে তিনি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। সিইসি বলেন, নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে, এটি বাংলাদেশে নতুন কিছু নয়।

আসন্ন নির্বাচন হবে ‘ঐতিহাসিক’, থাকবে নতুনত্ব যা গত ৫৪ বছরে হয়নি

বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে

সোমবার,(১৫ ডিসেম্বর ২০২৫) রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে তরুণ ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত ‘জেনভোট ফেস্টিভ্যাল’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাংবাদিকরা ‘আইনশৃঙ্খলার অবনতি’ সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হবে কিনা জানতে চাইলে সিইসি পাল্টা প্রশ্ন রাখেন, ‘আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? মাঝে মধ্যে এমন দু-একটা খুনখারাবি হয়, যা স্বাভাবিক।’ হাদির ওপর হামলার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি।’

অতীতের উদাহরণ টেনে সিইসি নাসির উদ্দীন বলেন, ‘আগে কি আহসানউল্লাহ মাস্টার খুন হন নাই? সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব খুন হন নাই? নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে।’

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতির সঙ্গে তুলনা করে সিইসি সন্তোষ প্রকাশ করে বলেন, ‘তখন থানাগুলো অকার্যকর ছিল, পুলিশ স্টেশনও নড়ছিল না, সেই সময়ের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। ইনশাআল্লাহ আমরা এখন শান্তিতে চলাফেরা করতে পারছি, শান্তিতে ঘুমাতে পারছি।’

নির্বাচন নিয়ে দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘নির্বাচন নিয়ে জনমনে কোনো শঙ্কা থাকা উচিত নয়। নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত। এ ব্যাপারে যত ধরনের দুশ্চিন্তাই আসুক না কেন, সেই দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সবাই মিলে প্রস্তুতি নিই যাতে একটি সুন্দর নির্বাচন আমরা করতে পারি।’

তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি নিয়ে রোববার (গতকাল) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। বাহিনীগুলো নিশ্চিত করেছে তারা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সক্ষম।

আসন্ন নির্বাচনকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করে সিইসি জানান, এবারই প্রথমবারের মতো প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার ব্যবস্থা করা হয়েছে, যা গত ৫৪ বছরে কখনো হয়নি। এছাড়া ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা, কারাবন্দী এবং নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মচারীদের জন্যও ভোটের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, এবার নির্বাচনের পাশাপাশি একটি গণভোটও অনুষ্ঠিত হবে, যা এই নির্বাচনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তরুণ প্রজন্ম ও সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। ভোট দিতে ও অন্যকে উৎসাহিত করতে তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানান নাসিরউদ্দিন।

তরুণদের নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ‘জেনভোট ফেস্টিভ্যাল’ শীর্ষক এ অনুষ্ঠান আয়োজন করে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)। এ আয়োজনে সহায়তা করে ইউরোপীয় ইউনিয়ন, ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এবং সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি