image

খালেদা জিয়াকে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ হিসেবে উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রায় তিন সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন এই জাতীয় নেত্রীকে তিনি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করেছেন।

মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা দেশের সবার জন্যই উদ্বেগের কারণ। তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রাষ্ট্র ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

ভাষণে অধ্যাপক ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই তার অসুস্থতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়ার দৃঢ় অবস্থান, দেশের উন্নয়নে তার অবদান এবং জনগণের আবেগ ও শ্রদ্ধার বিষয়টি সামনে রেখে সরকার তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে তার পরিবারের মতামতকে সম্মান জানিয়ে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করছে। দেশে চলমান চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ সব বিষয়ই বিবেচনায় রাখা হয়েছে বলেও জানান তিনি।

খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে অবস্থার অবনতি হওয়ায় তাকে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

বর্তমানে ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে একাধিক জটিল ও দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। তার স্বাস্থ্য সমস্যার মধ্যে রয়েছে লিভার ও কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিসসহ বিভিন্ন ইনফেকশনজনিত সমস্যা।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার শারীরিক অবস্থায় বেশ কিছু জটিলতা ধরা পড়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তাকে বিশেষ চিকিৎসা দেওয়া হয়।

তবে এসব চিকিৎসার পরও অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় ফুসফুসসহ অন্যান্য অঙ্গকে বিশ্রাম দেওয়ার লক্ষ্যে তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেডিকেল বোর্ড জানিয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি