সিলেটে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস যোগ দিয়েছেন। গত ৭ ডিসেম্বর তিনি তার নতুন কর্মস্থলে যোগ দেন বলে জানিয়েছেন হাইকমিশনের দ্বিতীয় সচিব শ্রী মানস কুমার মুস্তাফি। তিনি ৯ ডিসেম্বর হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রী অনিরুদ্ধ দাস ১৯৯৭ সালে ভারত সরকারের বিদেশ মন্ত্রণালয়ে যোগদান করেন। ১৯৯৭-১৯৯৯ সালের প্রথম দিকে তিনি পূর্ব এশিয়া বিভাগের চীন বিভাগে কাজ করেন। নয়াদিল্লির এমইএ সদর দপ্তরে তিনি এমইএ-এর এস্টাব্লিশমেন্ট বিভাগ, গ্লোবাল এস্টেট ম্যানেজমেন্ট (জিইএম) বিভাগ এবং ডেভেলপমেন্ট পার্টনারশিপ অ্যাডমিনিস্ট্রেশন (ডিপিএ-III) বিভাগে দায়িত্ব পালন করেন।
তিনি তিউনিস (তিউনিসিয়া), দার এস সালাম (তানজানিয়া), ফ্রাঙ্কফুর্ট (জার্মানি), পোর্ট অফ স্পেন (ত্রিনিদাদ ও টোবাগো) এবং ভ্যালেটা (মাল্টা) -এ ভারতীয় মিশনে বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন।
নগর-মহানগর: গাজীপুরে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি