বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী রেবেকা সুলতানা।
মঙ্গলবার বিকেলে বঙ্গভবনের সামনের সবুজ চত্বরে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সরকারি, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, অন্যান্য নির্বাচন কমিশনার, তিন বাহিনীর প্রধান, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, শিল্পী, সাহিত্যিক, বিশিষ্ট নাগরিক, সাংবাদিকসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।
সংবর্ধনা অনুষ্ঠানের এক পর্যায়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতি, উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে নিয়ে বিজয় দিবসের কেক কাটেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি সংবর্ধনায় অংশ নেওয়া আহত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান।