image

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ৪ দিনে গ্রেপ্তার ২৪৩৩

পল্লবী ও উত্তরা থেকে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জন গ্রেপ্তার

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও হামলাকারীদের দমনে গত শনিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। গত চারদিনে এ অভিযানে ২ হাজার ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ১২টি। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত শনিবার আইনশৃঙ্খলাসংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং হামলাকারীদের দমনে এ অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়।

সে অনুযায়ী ওইদিন রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামের বিশেষ অভিযান শুরু করে। মঙ্গলবার, (১৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, গত শনিবার রাত থেকে শুরু হয়ে গতকাল সোমবার পর্যন্ত চলা এই অভিযানে ২ হাজার ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৮২৩ জনকে। এ সময় তিনটি এলজি, একটি দেশীয় ওয়ান শুটারগান, ৮ রাউন্ড রাইফেলের গুলি, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ৩ রাউন্ড কার্তুজ ও দুটি বার্মিচ চাকু উদ্ধার করা হয়েছে।

গত শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে কোর কমিটি ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ১০ মাস আগে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করা হয়েছিল।

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জন গ্রেপ্তার

রাজধানীর পল্লবী, উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে পল্লবী থেকে ১৭ জন, উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ১৬ জন ও উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার, দিনব্যাপী অভিযান চালিয়ে এসব অপরাধীকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার এসব আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পল্লবী থানার বরাত দিয়ে ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মঙ্গলবার, দিনব্যাপী বিশেষ অভিযানে পল্লবীর বিভিন্ন স্থান থেকে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাজম (৩১), মো. লামিন (৩৫), সোলাইমান আহম্মেদ (২০), মো. রাব্বি (১৯), মো. পুতুল (৪৫), সাকিব হোসেন (২৫), মো. পাপ্পু (৩৫), ইব্রাহিম শেখ (২৯), ফেকু (৩০), সাগর সরকার (২৫), মো. সুজন (২২), আনোয়ার হোসেন (৩৫), ইশাকুল ইসলাম জিসান (২৪), আব্রাহাম হোসেন আবির (২১), আবুল হোসেন (৩৫), আবুল হোসেন (২৬) ও আবদুল গাফফার (৪৫)। উত্তরা পূর্ব থানার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরা পূর্ব থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে ২২ মামলায় অভিযুক্ত আসামি আলতাফ ওরফে ঠোঁট কাটা আলতাফসহ নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত এবং বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. আলতাফ ওরফে ঠোঁট কাটা আলতাফ (৩৪), সাইফুল ইসলাম (৩৭), আমির হোসেন ফিরোজ (৪৭), রওশন মিয়া (৩৩), সিফাত মিয়া (১৯), বাইজিদ মিয়া (২২), কাজী সাদমান (২৫), রায়হান হোসেন (২৪), মোহাম্মদ হুমায়ুন কবির (৪২), মো. রায়হান (৩১), ফিরোজুর রহমান (৪৫), মোহাম্মদ ফারুক (৪২), ইমরান হোসেন (৪৫), সাইদুল আলম (২৭), জান্নাতুল মাওয়া ওরফে রোদশী সরকার (২৫) ও তাসলিমা (৪০)।

এছাড়া উত্তরা পশ্চিম থানার বিভিন্ন স্থান থেকে মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রনি আকন্দ (২৯), আকাশ (২২), মো. জাকির (৪০), বিল্লাল হোসেন (২৬), মো. ইউসুফ (৩০), তানজিল খান (২৫), সাফিন বিন সাত্তার (২৩), গোলাম কিবরিয়া (২৬), নয়ন সরদার (২৩), মো. জনি (৩২), মোখছেদুল মমিন (২৭), তাজিম মিয়া (২২), জয়নাল আবেদীন (২৮) ও রনি গাজী (২৬)।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি