image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পোস্টাল ভোট: প্রবাসী নিবন্ধন ৪ লাখ ৪০ হাজার ছাড়ালো

বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন ৪১ হাজারের বেশি

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৪ লাখ ৪০ হাজার ২১২ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ৪ লাখ ১২ হাজার ৭৬২ জন পুরুষ এবং ২৭ হাজার ৪৫০ জন নারী। মঙ্গলবার, (১৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশন (ইসি) থেকে এ পরিসংখ্যান পাওয়া গেছে।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে রয়েছে- সৌদি আরবে ১ লাখ ১৩ হাজার ১৭৯ জন, কাতারে ৪০ হাজার ৬২ জন, মালয়েশিয়ায় ২৮ হাজার ৭২৭ জন, ওমানে ২৬ হাজার ১৯৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ২২ হাজার ৭৯৭ জন, যুক্তরাষ্ট্রে ২২ হাজার ৩৪৮ জন।

২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য সময় বাড়িয়েছে ইসি।

এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশি, জেলখানায় (আইনি হেফাজতে) থাকা ব্যক্তি, নির্বাচনের দিন ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকুরিজীবীরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

ইতোমধ্যে মঙ্গলবার, সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন ৪১ হাজার ১৩৬ জন; এর মধ্যে পুরুষ ৪০ হাজার ৭৩ জন এবং নারী ১ হাজার ৬৩ জন।

ইসি জানিয়েছে, নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)। অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

*প্রবাসীর সংখ্যা*

২০২৩ সালের বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, সোয়া কোটি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) যদিও বলছে, সংখ্যাটা ১ কোটি ৪৮ লাখের বেশি। আর একাদশ জাতীয় সংসদের তথ্যমতে বিদেশে বাংলাদেশি কর্মী রয়েছেন ১ কোটি ৫৫ লাখ।

আগামী ১২ ফেব্রুয়ারি একইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি