image

দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারকে তলব, ‘ক্রমাবনতিশীল’ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ‘উদ্বেগ’

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ভারতের গভীর উদ্বেগ বাংলাদেশ হাই কমিশনারের নজরে আনা হয়েছে। বিশেষ করে কিছু উগ্রবাদী গোষ্ঠীর কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে, যারা ঢাকায় অবস্থিত ভারতীয় মিশনকে কেন্দ্র করে একটি নিরাপত্তা পরিস্থিতি তৈরির ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে উগ্রবাদী শক্তি যে ধরনের মিথ্যা বয়ান তৈরির চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে, বিষয়টি দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিস্তারিত তদন্ত করেনি এবং এ বিষয়ে অর্থবহ কোনো প্রমাণ ভারতের কাছে উপস্থাপনও করা হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে জানায়, এই সম্পর্কের শেকড় প্রোথিত রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগ্রামে। পরবর্তীকালে উন্নয়নমূলক সহযোগিতা ও জনগণ থেকে জনগণের সম্পর্কের মধ্য দিয়ে এই বন্ধন আরও জোরদার হয়েছে বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, ভারত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শান্তিপূর্ণভাবে অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান তারা ধারাবাহিকভাবে জানিয়ে আসছে। একই সঙ্গে আশা প্রকাশ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকার কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত সব কূটনৈতিক মিশন ও দপ্তরের নিরাপত্তা নিশ্চিত করবে।

এর আগে সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সে সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই অভ্যুত্থান দমনের চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দুইজনকে মৃত্যুদণ্ড দেয়। গত বছরের ৫ আগস্টের পর থেকে তারা ভারতে অবস্থান করছেন।

এদিকে ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠনের মার্চ কর্মসূচির ঘোষণার প্রেক্ষাপটে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার বুধবার কয়েক ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে যমুনা ফিউচার পার্কের আইভ্যাক বুধবার দুপুর ২টায় বন্ধ করা হবে। ওই দিনের জন্য যাদের ভিসা আবেদন জমার স্লট ছিল, তাদের পরবর্তী অন্যদিনে নতুন স্লট দেওয়া হবে।

‘শেখ হাসিনাসহ সব খুনিকে দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে’ বুধবার বিকেলে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করে ‘জুলাই ঐক্য’। আয়োজকদের পক্ষ থেকে আগের দিন মঙ্গলবার জানানো হয়, বুধবার বিকাল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি