আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছে পররাষ্ট্র মন্ত্রনালয়। আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
বিদেশি কূটনীতিক ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়। পররাষ্ট্র মন্ক্রনালয়ের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ব্রিফ করেন। ব্রিফিংয়ে চীন, মালয়েশিয়া, রাশিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, পাকিস্তান, জার্মানি, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত প্রভৃতি দেশের কূটনীতিকরা অংশ নেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতিকদের জন্য ব্রিফিং আয়োজন করে।
নির্বাচন কমিশন আগামী নির্বাচনে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের আসার আহবান জানানোর বিষয় ব্রিফিংয়ে
তাদের অবহিত করা হয়। তাদের নির্বাচন পর্যবেক্ষক প্রেরণের জন্য আমন্ত্রণ জানানো হয়। এছাড়া সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার্থে সদাসতর্ক ও সচেষ্ট রয়েছেন, তাও তাদের জানানো হয়। এ প্রসঙ্গে দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার ব্যাপারেও আশ্বস্ত করা হয়।
ব্রিফিংয়ে ঢাকাস্থ দূতাবাসগুলোর প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: টেইক অফ ইস্তাম্বুল ২০২৫ এ বাক্কো’র অংশগ্রহণ
বিজ্ঞান ও প্রযুক্তি: টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন