image
বৃহস্পতিবার, বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা পুড়িয়েছে ছাত্রশক্তি -সংবাদ

হাদি হত্যা: ঢাবিতে পুড়লো স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা, জননিরাপত্তার অবনতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ করেছে জাতীয় ছাত্রশক্তি। বৃহস্পতিবার, (১৮ ডিসেম্বর ২০২৫) ওই বিক্ষোভ মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা পুড়িয়েছে সংগঠনটি।

এদিন বিকেল ৫টার পর রাজধানীর শাহবাগ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশক্তি। পরে মিছিলটি টিএসসি হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে ফের টিএসসিতে যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন মিছিলে অংশগ্রহণকারীরা।

মিছিলে ‘এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’, ‘আমার ভাইরে ফেরায় দে, নাইলে গদি ছাইড়া দে’, ‘জাহাঙ্গীর তুই জবাব দে, রুমি মরলো কেন’, ‘জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই হবে এক সঙ্গে’, মিটিং করে জাহাঙ্গীরকে, রক্ষা করা যাবে না’, ‘সচিবালয় না রাজপথ, রাজপথ-রাজপথ’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’, ‘হাদিরা মরে না, জুলাই হারে না, ‘জনগণের ভয় নাই’, ‘রাজপথ ছাড়ি নাই’ এর মত বিভন্ন স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, ‘হাদির হত্যাকারীদের অবশ্যই গ্রেপ্তার করা হবে। শেখ হাসিনার বিচার এই বাংলাদেশেই হবে, তবে তা জাহাঙ্গীরের (স্বরাষ্ট্র উপদেষ্টা) হাত দিয়ে নয়। ‘আমরা জাহাঙ্গীরের কাছে গ্রেপ্তারের কোনো দাবি জানাচ্ছি না। কারণ তিনি এই পদে বসারই অযোগ্য।

দায়িত্বজ্ঞানহীন একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কোনো দাবি জানানো যায় না।’ আজ আসর নামাজের পর ক্যাম্পাসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের গায়েবানা জানাজা আদায়ের ঘোষণা দেয়া হয় ওই সমাবেশে।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে গত রোববার রাতে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলাটি করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। এ মামলায় ফয়সালের মা-বাবা, স্ত্রী ও শ্যালকসহ আটজনকে জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

‘জাতীয়’ : আরও খবর

» ঐতিহ্য সুরক্ষায় জাতীয় কর্মপরিকল্পনা তুলে ধরলো ইউনেস্কো

» বাংলাদেশের জলসীমা থেকে ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

» বায়দূষণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বছরে প্রায় ১০ লাখ মানুষের অকাল মৃত্যু: বিশ্বব্যাংক

» নির্বাচন: দেশের সব ভোটকেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা

» কলকাতা বইমেলায় এবারও থাকছে না বাংলাদেশ

» বিদায় সংবর্ধনায় প্রধান বিচারপতি: জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেয়ার প্রস্তাব করেনি, শুদ্ধ করার প্রস্তাব করেছিল

» বাংলা একাডেমি পুরস্কার পেলেন ৯ জন

» নির্বাচন: পাবনার দুটি আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিতে হাইকোর্টের রায়

» ফয়সাল করিমকে সীমান্তপারে সহায়তার অভিযোগে গ্রেপ্তারকৃত দুইজন রিমান্ডে

» নির্বাচন: বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আবেদনের আহ্বান ইসির

» ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪০

» অবশেষে ২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে নিয়োগ

সম্প্রতি