ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পুনর্বিন্যাস অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একইসঙ্গে এই দুই আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশ করতে ইসিকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিচারপতি ফয়েজ আহমেদ ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পুনর্বিন্যাসের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়।
এর আগে ৪ সেপ্টেম্বর ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর থেকে সারা দেশের অনেক জায়গাতে সীমানা নিয়ে বিক্ষোভ শুরু করে সংশ্লিষ্ট আসনের এলাকাবাসীরা।
ইসির গেজেট অনুযায়ী পাবনা-১ আসনে জায়গা পেয়েছে সাঁথিয়া উপজেলা, বেড়া উপজেলার-বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেঙ্গা, চাকলা ও কৈটোলা ইউপি।
আর সুজানগর উপজেলা এবং বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেঙ্গা, চাকলা ও কৈটোলা ইউপি ছাড়া বেড়া উপজেলার বাকি অংশ নিয়ে পাবনা-২ আসন ঘোষণা করেছিল ইসি।