বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীল শিল্পখাতের সুরক্ষা, পুনরুদ্ধার ও দীর্ঘমেয়াদি সক্ষমতা জোরদারে ইউনেস্কো জাতীয় কর্মপরিকল্পনা প্রকাশ উপলক্ষে হয়ে গেল সাংস্কৃতিক প্রদর্শনী। গতকাল বুধবার গুলশানের জাতিসংঘ কার্যালয়ে আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হয়। একই সঙ্গে জরুরি মুহূর্ত, সংকট ও দুর্যোগকালে সংস্কৃতি খাতের প্রস্তুতি, পুনরুদ্ধার ও সহনশীলতা জোরদারে ইউনেস্কোর কার্যক্রমও উপস্থাপন করা হয়।
ইউনেস্কোর হেরিটেজ ইমার্জেন্সি ফান্ড (এইচইএফ) এর সহায়তায় উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্প্রতি ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ির প্রদর্শনীর আয়োজন করা হয় অনুষ্ঠানে। পাশাপাশি আলোকচিত্র ও ভিডিও গল্পের মাধ্যমে পুরান ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীল শিল্পখাতসহ বাংলাদেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ঐতিহ্যগুলো দেখানো হয়।
ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও অফিস প্রধান সুসান ভাইজ বলেন, ‘সামাজিক সংহতি পুনরুদ্ধারের ক্ষেত্রে সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’