ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যার সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বর্তমান পরিস্থিতিতে তিনি
সবাইকে ধৈর্য ধরার ও সংযমের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে হাদির মৃত্যুর খবর আসার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
তিনি শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। আর, ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্বে রাষ্ট্র নেবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদি মারা যান। এর ঘণ্টা দেড়েকের মধ্যে জাতির উদ্দেশে জরুরি ভাষণ দেন প্রধান উপদেষ্টা।
মুহাম্মদ ইউনূস বলেন, “ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন – এই দোয়া করি।”
হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, “তার প্রয়ান দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি।”
তিনি বলেন, “এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।”
অপপ্রচার ও গুজবে কান না দেয়ার ও যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
মুহাম্মদ ইউনূস বলেন, “যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।”