ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় ‘দ্রুত, নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ’ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফোলকার টুর্ক।
আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেছেন, গত বছর বাংলাদেশে আন্দোলনের ‘খ্যাতিমান নেতা’ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
সবার প্রতি শান্ত থাকার এবং সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে ফোলকার টুর্ক বলেন, “পাল্টা আক্রমণ ও প্রতিশোধ নেওয়া হলে তা বিভেদ আরও বাড়াতে এবং সবার অধিকার খর্ব করতে পারে।”
তদন্ত করে দায়ীদের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, “আমি হামলায় হাদির মৃত্যুর ঘটনার দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত এবং যথাযথ প্রক্রিয়া মেনে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।”
তিনি বলেন, “মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা সমুন্নত রাখা, এই গুরুত্বপূর্ণ সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অস্থিতিশীলতা ঠেকানোর জন্য আমি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
মানবাধিকার সমুন্নত রাখা এবং আরও সহিংসতা প্রতিরোধে সরকার ও সব অংশীজনের সঙ্গে কাজ করতে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রস্তুত বলেও জানান তিনি।