image

একমাসের মধ্যে ‘সবচেয়ে স্থিতিশীল’ খালেদা জিয়া, ছোট অস্ত্রোপচার করা হয়েছে

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি স্থিতিশীল অবস্থায় রয়েছে। শুক্রবার,(১৯ ডিসেম্বর ২০২৫) তার (খালেদা জিয়া) একটি ছোটখাটো অস্ত্রোপচার হয়েছে, যা তিনি সফলভাবে গ্রহণ করতে পেরেছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার, সন্ধ্যায় হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল। তিনি বলেন, ‘আজকে ওনার শরীরের ওপর একটা প্রসিজর (ছোটখাটো অস্ত্রোপচার) করা হয়েছে। সেটি উনি অত্যন্ত সফলভাবে গ্রহণ করতে পেরেছেন।’ বর্তমানে তার অবস্থার কোনো অবনতি ঘটেনি বরং গত এক মাসের মধ্যে সবচেয়ে বেশি স্থিতিশীল অবস্থায় রয়েছে বলেও জানান ডা. জাহিদ।

খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে চিকিৎসকরা অত্যন্ত আশাবাদী উল্লেখ করে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে ডা. জাহিদ বলেন, ‘অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকরা প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। এছাড়া ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক চিকিৎসার তদারকি করছেন। সবাই অত্যন্ত আশাবাদী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যাবেন।’

সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের (সিসিইউ) সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। সিসিইউতে থাকায় পরিবারের সদস্যরা সরাসরি তার পাশে থাকতে পারছেন না, তবে তার ভাই-বোনসহ পরিবারের সবাই নিয়মিত খোঁজ রাখছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া, যেখানে তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গিয়েছিল। এর একদিন পরেই শ্বাসকষ্টের জটিলতা বাড়লে তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষায় তার হার্ট ও ফুসফুসে সংক্রমণ সনাক্ত হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। গত এক মাস ধরে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

‘জাতীয়’ : আরও খবর

» ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

» কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

সম্প্রতি