প্রিয় হাদি, তুমি থাকবে প্রতিটি বাংলাদেশির বুকের মধ্যে: প্রধান উপদেষ্টা

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

https://sangbad.net.bd/images/2025/December/20Dec25/news/IMG-20251220-WA0012.jpg

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নিয়ে আবেগাপ্লুত হয়ে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন ওসমান হাদি সকল বাংলাদেশির বুকের মধ্যেই বেঁচে থাকবেন।

শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হাদির জানাজায় হাজারো মানুষ অংশ নেন। জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “লক্ষ লক্ষ লোক আজ এখানে হাজির হয়েছে। পথে ঢেউয়ের মতো মানুষ আসছে। সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। বিদেশে থাকা বাংলাদেশিরাও এখন হাদির কথাই জানতে চায়। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছো। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না।”

সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে বেলা সোয়া ১টার দিকে হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স আসাদগেট সংলগ্ন সংসদ ভবনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। বেলা আড়াইটায় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

https://sangbad.net.bd/images/2025/December/20Dec25/news/IMG-20251220-WA0011.jpg

বক্তব্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমরা আজ তোমাকে বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছ, আমরা যেন তা পূরণ করতে পারি—এই ওয়াদা করার জন্যই আমরা এখানে একত্র হয়েছি। এই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পালন করবে।”

হাদির আদর্শ ও রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে তিনি বলেন, “তোমার মানবপ্রেম, মানুষের সঙ্গে উঠাবসার ভঙ্গি, তোমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি—সবকিছুই আমরা হৃদয়ে ধারণ করছি। তুমি আমাদের কানে এমন এক মন্ত্র দিয়ে গেছ, যা বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না। সেই মন্ত্র আমাদের জাতির বড় মন্ত্র হয়ে থাকবে। তোমার মন্ত্র ছিল—‘বীর উন্নত মমশির’। এই মন্ত্র বাংলাদেশের প্রতিটি সন্তানের জন্মলগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। আমাদের শির কখনো নত হবে না।”

তিনি বলেন, “এই মন্ত্র আমরা আমাদের সব কাজে প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলব, কারও কাছে মাথা নত করব না।”

নির্বাচন ও রাজনৈতিক আচরণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “তুমি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলে। সেই পথে গিয়ে তুমি আমাদের শিখিয়ে গেছ—কীভাবে নির্বাচন করতে হয়, কীভাবে প্রচার চালাতে হয়, কীভাবে মানুষকে কষ্ট না দিয়ে নিজের বক্তব্য তুলে ধরতে হয়, কীভাবে বিনীতভাবে মানুষের কাছে যেতে হয়। আমরা এই শিক্ষা গ্রহণ করেছি এবং আমাদের রাজনীতিতে তা চালু করতে চাই, যেন হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে।”

তিনি আরও বলেন, “হাদি, তুমি হারিয়ে যাবে না। কেউ তোমাকে ভুলতে পারবে না। যুগ যুগ ধরে তুমি আমাদের সঙ্গে থাকবে এবং বারবার আমাদের তোমার মন্ত্র মনে করিয়ে দেবে। আজ আমরা সেই মন্ত্র নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ওয়াদা করছি। তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। তোমার কথা স্মরণ রেখেই আমরা জাতির অগ্রগতির পথে চলব।”

হাদির জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলে দলে মানুষ জড়ো হতে থাকেন। দুপুর ১টার দিকেই প্রশস্ত সড়কটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেকের মাথায় ছিল জাতীয় পতাকা, কেউ গায়ে জড়িয়েছিলেন পতাকা। জানাজাস্থলে নানা স্লোগান ওঠে—‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।

জানাজা শেষে জানানো হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ওসমান হাদির দাফন সম্পন্ন

‘জাতীয়’ : আরও খবর

» ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

» কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

সম্প্রতি