ভারতের একদল উগ্রপন্থি লোক দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে হামলা করেছে। তারা হাইকমিশন ভবনের নিরাপত্তা বেস্টনি টপকে বাংলাদেশ হাউজের গেটে গিয়ে বিক্ষোভ করে। সেখান থেকে বাংলাদেশ দূতকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে উগ্রপন্থীরা। গতকাল শনিবার রাতে নজিরবিহীন এ ঘটনা ঘটেছে।
ঢাকায় পাওয়া খবরে জানা গেছে, শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে ২০ থেকে ২৫ জনের উগ্রবাদী একটি দল চার/পাঁচটি গাড়িতে দিল্লির চাণক্যপুরীর কূটনৈতিক এলাকার বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে চলে আসে। বিক্ষোভকারীরা বাংলাদেশ হাউসের সামনে প্রায় ৩০ মিনিট অবস্থান করে। বাংলাদেশ হাউসের গেটের সামনে এসে বিক্ষোভকারীরা কিছুক্ষণ স্লোগান দিতে থাকে। এ সময় তারা বাংলা ও হিন্দি মিলিয়ে কথা বলছিল। তারা ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’, ‘হাইকমিশনারকে ধর’ বলে স্লোগান দেওয়া হয়। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকিও দেয়। তাদের দিল্লির বাংলাদেশ হাউসের মূল ফটকে আসার সময় নিরাপত্তা বাহিনী কোন রকম বাধা দেয়নি।
অনাকাঙ্ক্ষিত ওই ঘটনা সম্পর্কে ঢাকায় অন্তবর্তীকালীন সরকার অবহিত হলেও আজ দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো প্রতিবাদ জানানো হয়েছে কি-না জানা যায়নি।
জেনেভা কনভেনশন অনুযায়ী বিদেশি কূটনৈতিক মিশন এবং দেশগুলোর দূতদের নিরাপত্তা নিশ্ছিদ্র করার জন্য বাংলাদেশ এবং ভারত উভয় সরকারের বাধ্যবাধকতা রয়েছে।