image

সংবাদপত্র অফিসে ভাংচুর ও আগুন দেয়ায় করাচি ও দিল্লি প্রেসক্লাবের নিন্দা এবং বিচার দাবি

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে করাচি প্রেসক্লাব( কেপিসি) ও প্রেস ক্লাব অব ইন্ডিয়া (পিসিআই) । দুটি প্রতিষ্ঠানই নিউ এজ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তার ঘটনায়ও তীব্র নিন্দা জানিয়েছে।

করাচি প্রেস ক্লাব সভাপতি ফাজিল জামিলি ও সাধারণ সম্পাদক সোহাইল আফজাল খান প্রথম আলো এবং দ‍্যা ডেইলি স্টারের অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান এবং নিউ এজ-এর সম্পাদক নুরুল কবিরের হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার যথাযথ প্রক্রিয়া ছাড়াই গুরুতর অভিযোগে ১০০ জনেরও বেশি সাংবাদিককে আটক করেছে- এতে কেপিসি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি যে বিচার ছাড়াই সাংবাদিকদের আটক করা ভয়ের পরিবেশ তৈরি করে এবং জনসাধারণের মূল কণ্ঠস্বরকে দমন করে। বর্তমানে আটক সকল সাংবাদিকের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করছি।

একটি মুক্ত, স্বাধীন এবং সাহসী সংবাদমাধ্যম হল যেকোনো গণতান্ত্রিক সমাজের ভিত্তি। শারীরিক সহিংসতা, আইনি ভয় দেখানো বা হয়রানির মাধ্যমে গণমাধ্যমকে নীরব করার প্রচেষ্টা মৌলিক মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতার সাংবিধানিক অধিকার এবং আইনের শাসনের নীতির সরাসরি লঙ্ঘন।

করাচি প্রেস ক্লাব গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার এবং হামলার স্বচ্ছ, নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানায়।

প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি সঙ্গীতা বড়ুয়া পিশারোটি ও মহাসচিব আফজাল ইমাম হামলা ও আগুন দেয়ায় নিন্দা এ উদ্বেগ জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত শতাধিক সাংবাদিককে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। বিচার ছাড়াই তারা কারাবন্দি রয়েছেন। অবিলম্বে এসব সাংবাদিকের মুক্তির দাবি জানায় পিসিআই।

প্রেস ক্লাব অব ইন্ডিয়া মনে করে, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। গণমাধ্যমকে কণ্ঠরোধের উদ্দেশ্যে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, হামলা কিংবা হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের সাংবিধানিক অধিকার এবং আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থি।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি