image

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫
কূটনৈতিক বার্তা পরিবেশক

‘নিরাপত্তাহীনতার’ কারণ দেখিয়ে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ভিসা সেন্টার খোলার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে রোববার,(২১ ডিসেম্বর ২০২৫) ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে পোষ্ট করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর আসার পর গত বৃহস্পতিবার গভীর রাতে নগরীর খুলশীতে ভারতের সহকারী হাইকমিশনের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে একদল মানুষ। এ সময় তারা কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেলও ছুঁড়ে। খুলশীতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেয়া ব্যক্তিরা হাদির মৃত্যুর প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগান দিতে থাকেন। পরে সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে তাদের কিছুটা দূরে সরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে ‘ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে লড়ে যাবো’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’, ‘নায়ারে তাকবির, আল্লাহু আকবর’। এসব স্লোগান দিতে দিতে বিক্ষোভকারীরা বারবার ওই সড়কে মিছিল করে। কাছেই পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে ছিল। পরে রাত ১২টা ৫৫ মিনিটে বিক্ষোভকারীরা ভারতীয় সহকারী হাইকমিশনের সামনের সড়ক থেকে অবস্থান কর্মসূচি শেষ করে চলে যান। তবে ওই রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদুনে গ্যাস ছোড়ার পাশাপাশি লাঠিপেটাও করতে হয় পুলিশকে।

এর আগে গত বুধবার ঢাকায় জুলাই ঐক্য নামের একটি সংগঠন ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি দিয়ে বারিধারার ভারতীয় হাইকমিশনের দিকে মিছিল নিয়ে যেতে চেষ্টা করে। এ সময় তারা ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপরই ঢাকায় নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে ওইদিন দুপুরে যমুনা ফিউচার পার্কের আইভ্যাক বন্ধ করে দেয়া হয়। তবে পরদিন ১৮ ডিসেম্বর পুনরায় চালু হয় ঢাকার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।

ওয়েবসাইটে চট্টগ্রামে ভিসা সেন্টার বন্ধ ঘোষণার নোটিশে বলা হয়, রোববার ((২১ ডিসেম্বর ২০২৫)) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত থাকবে। এতে বলা হয়েছে ভিসা সেন্টার খোলার তারিখ পরবর্তীতে জানানো হবে।

আইভ্যাক ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে বলেছে, ‘সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনে সংঘটিত নিরাপত্তাজনিত ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব কার্যক্রম ২১ ডিসেম্বর (রোববার) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।’

‘জাতীয়’ : আরও খবর

» হাদি হত্যা: সিবিউন ও সঞ্জয় আবারও ৫ দিনের রিমান্ডে

সম্প্রতি