ভালুকায় হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু যুবক দিপু চন্দ্র দাসকে গণপিটুনিতে হত্যার ঘটনায় ১৫০ জনকে আসামি করে মামলা দায়েরের পর আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদেরকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লি.-এর ম্যানেজার তারেক হোসেন (১৯), ফ্লোর ইনচার্জ আলমগীর হোসেন (৩৮), কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন আকন্দ (৪৬), লিমন সরকার (১৯), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), স্থানীয় মসজিদের ইমাম আজমল হাসান ছগির (২৬), শাহীন মিয়া (১৯), নাজমুল হোসেন (২১), স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষক কাইয়ুম মিয়া (২৫) ও আশিকুর রহমান (২৫)।
পুলিশ জানায়, পাইওনিয়ার নীটওয়্যারসের সিসিটিভি ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, উত্তেজিত জনতা কারখানার প্রধান ফটকের বাইরে থেকে ভেতরে প্রবেশের চেষ্টা করে বেশ কিছু সময়। নিরাপত্তা কর্মীরা একপর্যায়ে কারখানার পকেট গেইটটি খুলে দিপু চন্দ্র দাসকে উত্তেজিত জনতার হাতে তুলে দেয়। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে নৃশংসভাবে হত্যা করে। পরে বিবস্ত্র অবস্থায় গলায় রশি বেঁধে ডুবালিয়াপাড়া থেকে টেনে হেচরিয়ে প্রায় ২ কি.মি. দূরে জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে আসে। মহাসড়ক বিভাজনের মাঝখানের একটি গাছে মরদেহ ঝুলিয়ে লাঠি দিয়ে গণহারে পিটিয়ে একপর্যায়ে আগুন ধরিয়ে উল্লাস করতে থাকে। পরে আইনশৃংখলা বাহিনী উত্তেজিত জনতার কাছ থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা করে।
ঘটনার পর থেকে আইনশৃংঙ্খলা বাহিনী ঘটনাস্থলের আশপাশ ও বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে পালিয়েছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জানান, ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে এ পর্যন্ত আইনশৃংঙ্খলা বাহিনী ১২ জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।
এদিকে উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তি করার অভিযোগে পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লিমিটেডের শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গার্মেন্টস শ্রমিক সংগঠন সমূহ। রোববার, (২১ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় অবস্থিত পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার প্রধান ফটকের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, শ্রমিক নেত্রী মুশরেফা মিশু, ডা. হারুন অর রশিদ, মোজাম্মেল হক প্রমুখ বক্তৃতা দেন। মানববন্ধনে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং দীপু চন্দ্র দাসের পরিবারকে এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।