image

সংবাদপত্র ও সাংবাদিক নুরুল কবীরের ওপর হামলার প্রতিবাদ

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

দেশে ধারাবাহিকভাবে মব ভায়োলেন্সের ঘটনা ঘটছে। প্রথম আলো, ডেইলি স্টার ভবন ভাংচুর ও আগুন দেয়া হয়।

রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভকারীদের হাতে হেনস্তার শিকার হন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক ও সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর। 

এ সব সহিংসতার প্রতিবাদে আজ সোমবার বেলা ১১ টায় স্থানীয় এক হোটেলে প্রতিবাদ সংবাদ সম্মেলন করবে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সাংবাদিক নূরুল কবীর বলেন, আমি সম্পাদক পরিষদের সভাপতি হিসেবে সংবাদপত্র কার্যালয়ে হামলার খবর শুনে সেখানে গিয়েছিলাম। ডেইলি স্টারের সাংবাদিক সহকর্মীদের পাশে দাঁড়ানোকে আমি আমার নৈতিক দায়িত্ব মনে করেছি। তিনি বলেন, দুটি সংবাদপত্রের কার্যালয়ে হামলা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

বৃহস্পতিবার রাতে জুলাইয়ের বিদ্রোহী নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে গভীর রাতে একদল লোক কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে তারা রাস্তার অপর পাশে ডেইলি স্টার ভবনে গিয়ে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয়।

‘জাতীয়’ : আরও খবর

» হাদি হত্যা: সিবিউন ও সঞ্জয় আবারও ৫ দিনের রিমান্ডে

সম্প্রতি