ঋণ খেলাপির তালিকা থেকে নাম কাটতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার করা রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট। হাইকোর্টের এ আদেশের ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মুহাম্মদ শফিকুর রহমান।
এ বিষয়ে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার, (২৪ ডিসেম্বর ২০২৫) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের বেঞ্চ এ আদেশ দেয়। মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মুহাম্মদ শফিকুর রহমান।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেয়ার নির্দেশনা চেয়ে মাহমুদুর রহমান মান্না রিট করেছিলেন। শুনানি নিয়ে আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছে।
এখন তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা প্রশ্ন করা হলে ডিএজি শফিকুর বলেন, ‘সিআইবি রিপোর্ট থাকলে আইন অনুযায়ী নির্বাচন করতে পারে না। তাই তিনি সিআইবি রিপোর্ট থেকে নাম স্থগিত করার আবেদন করার নির্দেশনা চেয়ে রিট করেছিলেন। তার আবেদন তো খারিজ হয়েছে। এখন কীভাবে করবেন।’
তিনি বলেন, মাহমুদুর রহমান মান্না ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। এর মধ্যে কিছু টাকা পরিশোধও করেছিলেন। কিন্তু সিআইবি রিপোর্টে তার নাম থেকে যাওয়ায় তিনি রিট করেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ১০ ডিসেম্বর মান্নার প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ে নোটিশ পাঠায় ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর বগুড়া বড়গোলা শাখা। মান্না ও তার দুই অংশীদারের ঠিকানায় পাঠানো এই নোটিসে ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ করতে বলা হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরী। এ প্রতিষ্ঠানে ৫০ শতাংশ রয়েছে মান্নার, ২৫ শতাংশ ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরীর এবং বাকি ২৫ শতাংশ শাজাহান চৌধুরীর স্ত্রী ও পরিচালক ইসমত আরা লাইজুর।
ব্যাংকের নোটিশে বলা হয়, ২০১০ সালে প্রতিষ্ঠানটিকে ২২ কোটি টাকা বিনিয়োগ অনুমোদন দেয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানটি নিয়মিত মুনাফা, চার্জ ও জরিমানা পরিশোধ করেনি। ফলে বকেয়া বেড়ে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকায় দাঁড়ায়।
অর্থ-বাণিজ্য: নির্বাচনের প্রার্থীদের জন্য শনিবার সব ব্যাংক খোলা থাকবে