image
ছবি: সংগৃহীত

সংবাদ মাধ্যমে হামলা: সিসি টিভির ফুটেজ দেখে আরও ৩ জনসহ ৩১ জন গ্রেপ্তার

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

দুইটি সংবাদ মাধ্যম কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সিসি টিভির ফুটেজ দেখে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বেইলী রোড, টঙ্গীর আব্দুল্লাহপুর ও ভোলা জেলা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার, (২৪ ডিসেম্বর ২০২৫) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি তালেবুর রহমান বুধবার, এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত ৩ জন হলো- জাকির হোসেন শান্ত , স্বপন মণ্ডল ও নিয়াজ মাহমুদ ফারহাদ।

গতকাল মঙ্গলবার রাতে বেইলী রোড থেকে অভিযান চালিয়ে মো. জাকির হোসেন শান্তকে গ্রেপ্তার করা হয়। গভীর রাতে টঙ্গী থানাধীন আব্দুল্লাপুর মোড় থেকে স্বপন মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্যান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিটিসি) ইউনিট।

গতকাল মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ মাহমুদ ফারহানকে গ্রেপ্তার করে ডিবি সাইবার উত্তর বিভাগের একটি টিম।

ডিসি (মিডিয়া) তালেবুর রহমান জানান, গত ১৮ ডিসেম্বর দিবাগত রাতে প্রথম আলো ও ডেইলী স্টার কার্যালয়ে হামলা চালিয়েছে উশৃঙ্খল জনতা। উক্ত ঘটনায় সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান চালিয়ে বুধবার, পর্যন্ত মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি