ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দেয়ার সুবিধার জন্য মামলা, ব্যাংক একাউন্ট, পলাতক আসামি সংক্রান্ত বিষয় স্পষ্ট করতে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আগামী ২৯ ডিসেম্বর।
আগ্রহী প্রার্থীদের সুবিধার্থে কয়েকটি বিষয় স্পষ্ট করতে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কশিনারের সঙ্গে গত সোমবার বৈঠক করে। এরপর ‘মনোনয়ন ফরমের কতিপয় বিষয়ে স্পষ্টীকরণ সংক্রান্ত বিশেষ পরিপত্র’ জারি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরমের কতিপয় বিষয়ে স্পষ্টীকরণ সংক্রান্ত বিশেষ পরিপত্রটি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় প্রার্থীর মনোনয়ন ফরমের কতিপয় বিষয়ে নিম্নরূপভাবে স্পষ্টীকরণ করা হলো: (১) মনোনয়নপত্রের সংযুক্তি-১ এ বর্ণিত প্রার্থী কর্তৃক প্রদত্ত হলফনামায় উল্লিখিত ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে জামিনে মুক্তদের ক্ষেত্রে উপযুক্ত আদালত কর্তৃক জামিন লাভের সত্যায়িত অনুলিপি দাখিল ঐচ্ছিক মর্মে বিবেচিত হবে।
তবে কারা অন্তরীণদের ক্ষেত্রে প্রদেয় হলফনামা জেল কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে।
(২) মনোনয়নপত্রের সংযুক্তি-১ এ বর্ণিত প্রার্থী কর্তৃক প্রদত্ত হলফনামার অনুচ্ছেদ ৩(গ) এর অভিযুক্ত বলতে ঐ আসামিকে বুঝাবে যার বিরুদ্ধে আদালত কর্তৃক অভিযোগ গঠিত হয়।
(৩) মনোনয়ন ফরমের তৃতীয় অংশের ৪নং অনুচ্ছেদে নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর উল্লেখের ক্ষেত্রে প্রার্থী অথবা প্রার্থীর নিয়োজিত নির্বাচনি এজেন্ট এর অ্যাকাউন্টকে বুঝাবে।
(৪) পলাতক আসামি বলতে ওই আসামিকে বুঝাবে যিনি জামিন পাওয়ার পর পলাতক হন অথবা যিনি প্রথম থেকেই অনুপস্থিত থাকেন এবং তৎপর আদালত কর্তৃক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরও নির্দিষ্ট সময়ে আদালতে হাজির না হয়ে পলাতক থাকেন।
এবার ফেরারি আসামিকে ভোটে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
অর্থ-বাণিজ্য: নির্বাচনের প্রার্থীদের জন্য শনিবার সব ব্যাংক খোলা থাকবে