বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

বাবা সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে তিনি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান। সেখানে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং মোনাজাত করেন।

https://sangbad.net.bd/images/2025/December/26Dec25/news/tarek.jpg

এর আগে দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে লাল ও সবুজ রঙে সজ্জিত বুলেটপ্রুফ বাসে করে তিনি জিয়া উদ্যানের উদ্দেশে রওয়ানা দেন।

কর্মসূচি অনুযায়ী, জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। সেখানে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ ঢেকে ফেলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও। এছাড়াও আজ সকাল থেকে স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

https://sangbad.net.bd/images/2025/December/26Dec25/news/tarek-2.jpg

সকাল ৯টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের ভেতর সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হলেও, এর পর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের ভেতর ছাড়াও স্মৃতিসৌধের ফটক ও সংলগ্ন সড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে র‍্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

অন্যদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধের সামনে ভিড় করতে শুরু করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দুপুর ২টার দিকে অনেকে স্মৃতিসৌধের মূল ফটকের সামনে অবস্থান নেন।

‘জাতীয়’ : আরও খবর

» ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

» কারাগারে বসেই ভোট: ব্যালটে থাকবে না প্রার্থীর নাম, ডাকযোগে পৌঁছাবে ইসিতে

» হাদি হত্যা: যে রিকশায় গুলিবিদ্ধ হন সেই চালকের জবানবন্দি রেকর্ড

» ডেঙ্গু: আরও ৭১ জন হাসপাতালে ভর্তি

» টঙ্গীতে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার

» পোস্টাল ভোট: ৭ লাখ ৩৯ হাজার নিবন্ধন

সম্প্রতি