শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে অবস্থানরত জাহাজটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
তিনি জানান, এখনও (সাড়ে ৯টা পর্যন্ত) জাহাজটি থেকে ধোঁয়া উড়ছে। নিয়ন্ত্রণে কাজ সংশ্লিষ্টরা। এ ঘটনায় ক্রুসহ জাহাজ থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো জাহাজের এক কর্মচারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তার নাম জানা যায়নি।
তিনি বলেন, ‘প্রতিদিনের মতো সেন্টমার্টিন যেতে পর্যটক তোলার জন্য সকাল ৭টার দিকে ঘাটে আসছিল দ্যা আটলান্টিক ক্রুজ জাহাজটি। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠছিল। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুন নেভানোর কাজ চলমান রয়েছে।’
আগুন লাগার খবরে ঘাট আসেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান।
তিনি জানান, জাহাজে আগুন লাগার কারণ জানতে ৫ সদস্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকালে জাহাজ মালিকদের সঙ্গে সভার সিদ্ধান্তও হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, ‘সরকারি নির্দেশনা মতো পর্যটকদের জাহাজে উঠা চেক করতে প্রশাসনের সংশ্লিষ্টরা ঘাট এলাকায় আসে। এরমাঝে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা অবলোকন করা হয়। আগুন নির্বাপণের কাজ চলছে। জাহাজটি পুরোই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, আগুন লাগার আগে কোনো পর্যটকরা জাহাজে উঠেননি।’
তিনি বলেন, ‘এ জাহাজের যে পর্যটকরা সেন্টমার্টিন যাওয়া কথা ছিল তাদের অন্য জাহাজে পাঠানো হয়েছে।’
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আগুন লাগানোর ঘটনায় যুবক গ্রেপ্তার
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: ফয়সালকে ভারতে পালাতে সহায়তাকারীসহ দুইজন কারাগারে
অর্থ-বাণিজ্য: শীতের সবজির দাম কমলেও বাড়তি মাছের দাম
আন্তর্জাতিক: ওয়ানএমডিবি কেলেঙ্কারি: দোষী সাব্যস্ত নাজিব রাজাক