image
ছবি: সংগৃহীত

তীব্র শীতে সারাদেশে শ্বাসকষ্ট ও ডায়রিয়ার রোগী বাড়ছে

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
বাকী বিল্লাহ

দেশব্যাপী তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বয়স্ক ও শিশুরা শ্বাসকষ্ট নিউমোনিয়া ও ঠান্ডাজনিত ডায়রিয়ায় প্রতিদিন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

হাসপাতালে ভর্তি ৭৯ হাজার, মৃত্যু ৩৫

নিউমোনিয়া ও রোটা ভাইরাসজনিত ডায়রিয়ায় শিশুরা

বেশি আক্রান্ত হচ্ছে: ডা. মুশতাক

চলতি বছরের গত পহেলা নভেম্বরথেকে শনিবার, (২৭ ডিসেম্বর ২০২৫) পর্যন্ত(৫৭ দিনে) সারাদেশের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছে ৭৯ হাজার ৪২৯জন। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসতন্ত্রের সংক্রমণেআক্রান্ত হয়ে ২৩ হাজার ৭৪৬জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩১জন।

ঠান্ডাজনিত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫৫ হাজার ৬৮৩জন হাসপাতালে ভর্তি হয়েছে। তারমধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৪জন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমাজেন্সি,অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্ত ডা. জাহিদুল এ তথ্যজানিয়েছে। তবে যারা হাসপাতালে ভর্তি হয়নি তাদেরতথ্য এ পরিসংখ্যানে নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ঢাকা বিভাগে শ্বাসতন্ত্রের সংক্রমণে হাসপাতালে ভর্তি ৬ হাজার ৯শ’৭জন। তার মধ্যে মারা গেছে ২জন। ঠান্ডাজনিত ডায়রিয়ায় হাসপাতালে ভর্তি ৮ হাজার ২৫২জন।

ময়মনসিংহ বিভাগে শ্বাসতন্ত্রের সংক্রমণের আক্রান্ত হয়ে ১,২২১জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসাধীনঅবস্থায় মারা গেছে ৪জন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৭০৭জন হাসপাতালে ভর্তি হয়েছে।

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬,৫২২জন। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে১৫জন।এ বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০ হাজার ৫১৩জন। চিকিৎসাধীনঅবস্থায় মারা গেছে ৪জন।

রাজশাহী বিভাগ: শ্বাসতন্ত্রের সংক্রমণে হাসপাতালে ভর্তি ৯৫০জন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি ৬ হাজার ১শ’ জন।

রংপুর বিভাগে শ্বাসতন্ত্রের সংক্রমণেহাসপাতালে ভর্তি ৯৮১জন।ডায়রিয়ায় ৩,৯৯৪জন।

খুলনা বিভাগ:শ্বাসতন্ত্রের সংক্রমণে হাসপাতালে ভর্তি ৩ হাজার৯শ’ ১৬জন।চিকিৎসাধীন অবস্থায় মারা গছেন ৭জন। ডায়রিয়ায় আক্রান্ত ৮ হাজার ৯৭জন।

বরিশালবিভাগ: শ্বাসতন্ত্রের সংক্রমণে হাসপাতালে ভর্তি ৫৫৫জন।আর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৪৯৭জন ভর্তি হয়েছে।

সিলেট বিভাগ:শ্বাসতন্ত্রের সংক্রমণে ২,৬৯৪জন হাসপাতালে ভর্তি হয়েছে।তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫ হাজার ১১৩জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সবমিলিয়ে গত পহেলা নভেম্বর থেকে চলতি ডিসেম্বর মাসের শনিবার পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে হাসপাতালে ভর্তি ২৩ হাজার ৭৪৬জন। চিকিৎসাধীন অবস্থায়মারা গেছে৩১জন।ডায়রিয়ায় হাসপাতালে মোট ভর্তি ৫৫ হাজার ৬৮৩জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৪জন।

শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়শা আক্তার জানায়,শীত ঢাকায় কিছুটা কম হলেও ঢাকার বাইরে জেলা পর্যায়ে শীত বাড়ছে। এতে বয়স্ক ও শিশুরা বেশি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।বয়স্কদের শীত থেকে বাঁচতে গরম কাপড় পরতে হবে। কুসুম গরম পানি বয়স্ক ও শিশুদের খাওয়াতে হবে।

শীতে সবুজ শাকসবজি ও দেশি ফল বেশি খেতে হবে। বেশি অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজে নিজে এন্টিবায়োটিকখেতে না এক চিকিৎসক অনুরোধ করেছেন।

মহাখালীরোগতত্ব,নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন জানায়,তীব্র ঠান্ডায় শিশুরানিউমোনিয়া ও রোটা ভাইরাস জনিত ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। আবার পানিবাহিত রোগেও শিশুরা আক্রান্ত হচ্ছে। গরীব পরিবারের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তাদেরকে ঠান্ডাযাতে না লাগে তার জন্য গরম জামা-কাপড় সবসময় পরাতে হবে। দরিদ্র শিশুদের ঠান্ডা থেকে বাঁচাতে তাদের পরিবারকে শীত বস্ত্র দিয়ে সহায়তা করলে ভালো হবে বলে তিনি মন্তব্য করেন।শিশু ছাড়াও বয়স্করাও ঠান্ডায় শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।

‘জাতীয়’ : আরও খবর

» ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

সম্প্রতি