ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার সরে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘নির্বাচনে দলগুলো যাতে কোনো ধরনের ঝামেলায় না গিয়ে পরস্পর পরস্পরের সহযোগিতা করে, আমরা এটাই প্রত্যাশা করি। শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা সরে যাবো। দেশ আবার নতুনভাবে একটা স্বাভাবিক পদ্ধতিতে চলবে।’
শনিবার,(২৭ ডিসেম্বর ২০২৫) দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আগামী সংসদ নির্বাচন কয়েকটি কারণে বিশেষ গুরুত্বপূর্ণ জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ‘গত ১৫ বছরের সত্যিকারার্থে কোনো নির্বাচন হয়নি। যদি নির্বাচনের কথা বলা হয়, তাহলে সর্বশেষ নির্বাচন হয়েছে ২০০৮ সালে। এরপর আর কোনো নির্বাচন হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি, খুবই উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
নির্বাচনে বিশ্বের বিভিন্ন দেশের পর্যবেক্ষকদের আহ্বান করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার রিপাবলিক ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠাবে। যারা আসবেন তাদের সঙ্গে আমার দেখা ও কথা হয়েছে। আমরা বলেছি, এ বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেব। সঙ্গে আরও একটি কথা বলেছি, সরকার আপনাদেরকে কোনো সাহায্য করতেও যাবে না; যতক্ষণ আপনারা না চাইবেন। কারণ সরকার যদি তাদের ব্যাপারে এগোয় তাহলে মনে করা হবে, আমরা তাদেরকে প্রভাবিত করছি। আমরা সেটা এক বিন্দুও করবো না।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা শুধু দেখব, পর্যবেক্ষকদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়। এরপর তারা যদি কোনও সহায়তা চান, তাহলে সহায়তা দেয়া হবে। যারা পর্যবেক্ষক আসবেন, তাদের বিষয়ে সরকারের এটিই হচ্ছে রোল। এছাড়া কারা পর্যবেক্ষক হবেন, সেটির সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের।
তিনি বলেন, ‘সরকারের এখানে কোনো ভূমিকা নেই। তারা সেখানে আবেদন করছেন, নির্বাচন কমিশন যাদেরকে নিরপেক্ষ মনে করেন তাদেরকেই পর্যবেক্ষক হিসেবে অনুমোদন দেবেন এবং তারাই আসবেন পর্যবেক্ষক হিসেবে। আমরা চাই, বিপুল পর্যবেক্ষক থাকুক যাতে করে নির্বাচনে কেউ গন্ডগোল করার সুযোগ না পায়।’
তৌহিদ হোসেন বলেন, ‘মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। কারণ তারা দীর্ঘদিন ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক। আশা করি আগামী দিনগুলোতে শান্তিপূর্ণভাবে নির্বাচনি প্রচার হবে।
‘আমি রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, আপনারা মানুষের কাছে যান। মানুষের কাছে গিয়ে আপনার বক্তব্য তুলে ধরুন। কেউ কাউকে আঘাতের চেষ্টা করার প্রয়োজন নেই। মানুষ সিদ্ধান্ত নেবে, কাকে ভোট দেবে।’
এ সময় ভোলা জেলা প্রশাসক শামীম রহমান এবং জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বক্তব্য দেন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।