image
হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ (ওপরে) ও বরিশালে প্রতিবাদ বিক্ষোভ (নিচে) -সংবাদ

হাদি হত্যা: দ্রুত বিচারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। এর মধ্যে রোববার, (২৮ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এরপর আড়াইটার দিকে সব সড়ক বন্ধ করে দিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়।

সেখানে ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘বিচার চাই বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘বাংলাদেশের আজাদি, ওসমান হাদি’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’ এমন সব স্লোগান ঝরছে।

আততায়ীর গুলিতে প্রাণ হারানো ওসমান হাদি হত্যার বিচার চেয়ে গত শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড়ে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চ। গতকাল শনিবার রাত ১১টার দিকে অবরোধ স্থলে আসেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হবে। যারা ঘটনার পেছনে আছে, তাদের সবার নাম ও ঠিকানা উন্মোচিত করে দেব।’ এরপর গতকাল শনিবার রাতের বাকি সময়ের অবরোধ কর্মসূচি স্থগিত করে ইনকিলাব মঞ্চ ঘোষণা দেয়, রোববার ডিএমপির পক্ষে হাদি হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেই সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।

বিচার দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে স্থানীয় ছাত্র-জনতা। রোববার দুপুর ৩টার দিকে সাইনবোর্ড এলাকায় বাঁশ ও কাঠ ফেলে অবরোধ শুরু করেন তারা। এছাড়া হাদি হত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে কয়েকজন মহাসড়কে বসেও পড়েন। এতে দেশের ব্যস্ততম মহাসড়কটির দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, দেখা দেয় তীব্র যানজট। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য জাবেদ আলম বলেন, ‘হাদির ওপর হামলার বিচার সারাদেশের মানুষ চায়। সেই বিচার দ্রুত করার দাবিতেই সবাই এখানে ব্লকেড কর্মসূচিতে আছি।’ অবরোধে এনসিপি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও দেখা গেছে।

গ্রেপ্তারের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। রোববার দুপুর সাড়ে তিনটার দিকে বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। এতে ঢাকা-বরিশাল এবং বরিশাল বিভাগের ছয় জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। যানজটে থেমে থাকা একটি বাসের যাত্রী মো. সগির হোসেন বলেন, ‘শীত আর কুয়াশার কারণে এমনিতেই ধীরগতিতে বাস চলেছে। বেলা ১১টায় ঢাকা থেকে রওনা হয়েছি বরগুনা যাওয়ার জন্য। কিন্তু এখানে এসে অবরোধের কারণে আধা ঘণ্টা ধরে আটকে আছি। জানি না কখন অবরোধ শেষ হবে এবং কখন গন্তব্যে পৌঁছাবো।’ বরিশাল নগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘মহাসড়কে যেন কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি না হয়, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ময়মনসিংহে অবরোধ কর্মসূচি

হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ময়মনসিংহে ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি চলছে। রোববার দুপুর আড়াইটার দিকে নগরের টাউন হল প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। এতে অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এ সময় টাউন হল মোড়ে যান চলাচলে বিঘ্ন হয়ে কিছুটা জনভোগান্তির সৃষ্টি হয়। কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান তারেক বলেন, ‘হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলছে, চলবেই। প্রকাশ্য দিবালোকে একটি মানুষকে খুন করে কীভাবে খুনিরা দেশ ছাড়লো? প্রশাসন কেন তাদেরকে ধরতে পারলো না? তাহলে কি তারাই তাদের দেশ ছাড়তে সহযোগিতা করেছে।’

সিলেটে বিচারের দাবিতে সড়ক অবরোধ

হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সিলেটে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। সিলেট ইনকিলাব মঞ্চ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সিলেট নগরের চৌহাট্টা মোড়ে রোববার দুপুর ২টা থেকে এ কর্মসূচি শুরু হয়। কেন্দ্রীয় ইনকিলাব মঞ্চ থেকে আধিপত্যবাদ বিরোধী শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান জানোনো হয়। ঘোষণা অনুযায়ী, রোববার বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালন করার কথা থাকলেও পরবর্তীতে তিন ঘণ্টা পিছিয়ে দুপুর ২টায় কর্মসূচি নির্ধারণ করা হয়। এর আগে একই দাবিতে গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতারা।

রংপুরে দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি

হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রংপুরে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রোববার দুপুর ২টার দিকে রংপুর নগরের শহীদ হাদি চত্বরে (পূর্ব নাম ডিসির মোড়) এ কর্মসূচি শুরু হয়। এর আগে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দুপুর ২টায় সারাদেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ পালনের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। রংপুরে ইনকিলাব মঞ্চ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার ডাকে এ কর্মসূচিতে আহত জুলাই যোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্রশক্তির বেশ কয়েকজন নেতাকর্মী অংশ নেন।

ইনকিলাব মঞ্চের রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জাহিদ হাসান বলেন, ‘আমাদের দাবি হচ্ছে, যারা বা যে গোষ্ঠী হাদি ভাইয়ের এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলনে যেসব কথা বললেন, আমরা আসলে আশানুরূপ কোনো ফল পাইনি। আমরা আশা করেছিলাম হয়তো তিনি নতুন কোনো বার্তা দেবেন আমাদের। কিন্তু সেই আগের মতোই বললেন যে, খুনি ভারতে পালিয়ে গেছেন। এখন পর্যন্ত কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না।’

চট্টগ্রামে শাহ আমানত সেতুর মুখে অবরোধ ইনকিলাব মঞ্চের

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের শাহ আমানত সেতুর মুখে অবরোধ করে ইনকিলাব মঞ্চের স্থানীয় কর্মী-সমর্থকরা। দেশব্যাপী অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুর ২টার পর শাহ আমানত সেতুর মুখে অবস্থান নেন সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী। ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে থাকে। শুরুতে সেতুর মুখে সড়কের একপাশে অবস্থান নিলেও পরে সড়কের উভয়পাশে তারা অবস্থান নেন। ইনকিলাব মঞ্চের কর্মীদের অবরোধ কর্মসূচির কারণে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার, বান্দরবান এবং দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সঙ্গে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সেতুর উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

ইনকিলাব মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা শাহ আমানত সেতুর মুখে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছি। সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও জানান তিনি। অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের কর্মীরা বিভিন্ন প্ল্যার্কাড হাতে নিয়ে হাদির হত্যাকারীর গ্রেপ্তার দাবি করেন এবং বিভিন্ন স্লোগান দেন। একই দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মীরা গতকাল শনিবার বিকেলেও চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়। ২০ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাকে কবি নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে সমাহিত করা হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও ‘জটিল’: ডা. জাহিদ

» সিইসির সঙ্গে বিএনপির বৈঠক, মনোনয়নপত্রের তথ্য স্পষ্ট করার অনুরোধ

সম্প্রতি