খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও ‘জটিল’ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, আগের মতোই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার (খালেদা জিয়া) চিকিৎসা চলছে। গতকাল শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা শেষে এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে জাহিদ হোসেন এসব কথা বলেন।
মেডিকেল বোর্ডের সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ার?ম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
ডা. জাহিদ বলেন, ‘উনার (খালেদা জিয়া) অবস্থা জটিল এবং অত্যন্ত একটা সংকটময় মুহূর্ত পার করছেন।’ তিনি জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। এ কারণে তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়। এখন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। কাজেই স্বাভাবিকভাবে উনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না।
চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি যদি সংকটটা উতরে যেতে পারেন তাহলে ভালো কিছুর প্রত্যাশা করছেন মেডিকেল বোর্ড ও বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছে। গত ২৩ নভেম্বর থেকে বিএনপির চেয়ারপারসন বসুন্ধরার এ হাসপাতালে ভর্তি আছেন।