image

পোস্টাল ভোটের নিবন্ধন ৯ লাখ ছাড়িয়েছে

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ’পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশ ও দেশের বাইরে থেকে মোট ৯ লাখ ৫১ হাজার ৮০৮ জন নিবন্ধন করেছেন।

সোমবার বিকাল ৪টা পর্যন্ত এই নিবন্ধনের হিসাব নির্বাচন কমিশন (ইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট নিবন্ধনকারীদের মধ্যে দেশের ভেতরে থেকে নিবন্ধন করেছেন ৩ লাখ ৫৫ হাজার ৯১৩ জন। এদের মধ্যে সরকারি কর্মী রয়েছেন ৩ লাখ ১ হাজার ৭১ জন, নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মী ৪৬ হাজার ৮০০ জন, আনসার-ভিডিপি সদস্য ৪ হাজার ৩৬৭ জন এবং আইনি হেফাজতে থাকা ভোটার রয়েছেন ৩ হাজার ৬৭৫ জন।

বিদেশ থেকে নিবন্ধনকারীদের মধ্যে সর্বোচ্চ নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে, ১ লাখ ৭৭ হাজার ৫৮৩ জন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কাতার (৬৩ হাজার ৯২৮ জন) ও মালয়েশিয়া (৫১ হাজার ৫৭২ জন)।

পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। গত ১৯ নভেম্বর থেকে এই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: চ্যাটজিপিটিতে ভয়েস ব্যবহার