image

সীমান্ত দিয়ে ‘দুই-চারটা’ অস্ত্র ঢুকছে, কিন্তু ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে যাতে কোনো আগ্নেয়াস্ত্র না ঢোকে সেজন্য নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্ত দিয়ে ‘দুই-চারটা’ অস্ত্র ঢোকার কথা স্বীকার করে তিনি বলেছেন, ‘সেসব ধরা হচ্ছে।’ বিজিবি দিবস উপলক্ষে সোমবার,(২৯ ডিসেম্বর ২০২৫) ঢাকার পিলখানায় বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দুই-চারটা যে অস্ত্র ঢুকতাছে না, তা না। ঢুকতেছে এবং এগুলি কিন্তু ধরা হচ্ছে। ডেইলি দেখবেন ধরা হচ্ছে। ‘একটা-দুইটা কইরা কিন্তু ডেইলি, একদিনে পাঁচটা বিদেশি পিস্তলও ধরা হইছে। কোনো রকমের কোথাও ছাড় দেয়া হচ্ছে না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনে এখন কোনো শঙ্কা নাই। ফ্যাসিস্ট যারা আছে, তারা তো সবসময়ই এটা বাধা দেয়ার চেষ্টা করবে। ‘কিন্তু সবার সহযোগিতা যদি থাকে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হবে এবং সবার কাছে এইটা গ্রহণযোগ্য হবে। এমন একটা নির্বাচনই এই সরকারের দেয়ার ইচ্ছা এবং এইটা তারা বাস্তবায়ন করবে।’ নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবধরনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, ‘বিজিবিও জাতীয় নির্বাচনের জন্য সবধরনের প্রস্তুতি নিচ্ছে, তাদের ৩৫ হাজার সদস্য ইলেকশনের সময় নিয়োজিত থাকবে।’

শরীফ ওসমান হাদি হত্যার প্রধান সন্দেহভাজনের ভারতে পালিয়ে যাওয়া এবং তাকে সহায়তার অভিযোগে দেশটিতে দুইজন গ্রেপ্তার হওয়ার যে তথ্য গতকাল রোববার ঢাকার পুলিশ দিয়েছে, মেঘালয় পুলিশ তা অস্বীকার করেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এক্ষেত্রে ডিবি আবার রাতে একটা স্টেটমেন্ট দিয়েছে। আপনারা ওই স্টেটমেন্টটা পড়লে জানতে পারবেন।’

গতকাল রোববার রাতে ডিএমপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই তারা জানিয়েছে সংশ্লিষ্ট দুইজন সীমান্ত অতিক্রম করেছে। এছাড়া সীমান্তবর্তী এলাকার তাদের ‘একাধিক সূত্রের’ বরাতে ঢাকার পুলিশ জানতে পেরেছিল, মেঘালয় পুলিশ দুইজনকে আটক করেছে।

কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় বিস্ফোরণের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে অপকর্মটা করছে, সে তো পলাতক। কিন্তু তার সহযোগী কিন্তু ধরা হয়ে গেছে। একচুয়াল যে, তাকে ধরার চেষ্টা চলছে।’ এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনকে ‘উৎসবমুখর’ করতে বিজিবিকে প্রস্তুতি নিতে বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এই নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ, ফেয়ার এবং উৎসবমুখর হয়, সেজন্য আপনাদের সবধরনের প্রস্তুতি নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। এই নির্বাচনটা উৎসবমুখর করা আপনাদের কিন্তু একটা বড় দায়িত্ব। ‘এটা আপনারা ভালোভাবে পালন করবেন, এ আমি বিশ্বাস করি। আপনারা জাতিকে একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন, এ আমার আশা।’

বিজিবি ‘ত্রিমাত্রিক’ বাহিনী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা ও জনকল্যাণমূলক কাজে অনন্য ভূমিকা রাখছে মন্তব্য করে তিনি বলেন, ‘জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে সীমান্তে অতন্দ্র প্রহরীর ন্যায় অত্যন্ত ন্যায়ানুগপন্থায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

‘সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না। অবৈধ পথে বিজিবির চোখ ফাঁকি দিয়ে দেশীয় কোনো পণ্য বিদেশে পাচার হবে না।’ বিজিবির যেসব সদস্য চোরাকারবারী ও মাদক পাচারকারীদের সহায়তা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে অত্যন্ত কৌশলী ও যোগ্যতার পরিচয় দিতে হবে। দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে।’ বাংলাদেশ থেকে কোনো অপরাধী ও সন্ত্রাসী সীমান্ত দিয়ে যাতে পালাতে না পারে সে বিষয়ে ‘কঠোর সতর্কতা’ অবলম্বনের নির্দেশ দেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী গত একবছরে বিজিবির নানান অর্জন ও বাহিনীটির সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, ‘বিজিবি অতীতের সব সময়ের চেয়ে অধিক সুসংগঠিত।’

আভিযানিক কার্যক্রম, প্রশিক্ষণ, গোয়েন্দা তৎপরতা, পারস্পরিক যোগাযোগ এবং খেলাধুলা এই পাঁচটি বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে বিজিবি কার্যক্রম পরিচালনা করছে জানিয়ে তিনি বলেন, ‘সবক্ষেত্রে আমরা হয়তো শতভাগ সার্থক হতে পারিনি, তবে আমাদের প্রচেষ্টায় কোনো ধরনের কমতি ছিল না।

‘ভবিষ্যতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ নির্বাচনী দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালনে বিজিবি বদ্ধপরিকর বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন মহাপরিচালক আশরাফুজ্জামান। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিজিবি সদস্যদের পদক পরিয়ে দেন। এ বছর ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস) এবং ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা (পিবিজিএমএস) সহ মোট ৭২ জনকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়।

‘জাতীয়’ : আরও খবর

» এখনও ছাপার বাকি মাধ্যমিকের প্রায় ৮ কোটি পাঠ্যবই

সম্প্রতি