image

ঢাকা বারের শোক, এজলাসে উঠেননি বিচারকরা

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি, মঙ্গলবার, (৩০ ডিসেম্বর ২০২৫) তারা আদালতের কার্যক্রমেও অংশ নেয়নি। তাদের এ সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে এদিন ঢাকার অধনস্ত আদালতের বিচারকরাও এজলাসে ওঠেননি। তবে দাপ্তরিক কাজ স্বাভাবিকভাবেই চলেছে।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত শোকবার্তায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের আপসহীন সংগ্রামে অবিচল থাকা এক মহীয়সী নারী ও গণতন্ত্রের মাতা’ হিসেবে বর্ণনা করা হয়। সেখানে বলা হয়, ‘তার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

‘ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্ত মোতাবেক ঢাকার সব আদালতের কার্যক্রমে আইনজীবী সদস্যরা অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।’ ঢাকার সিএমএম আদালতের নাজির আবুল হাসান কানন বলেন, ‘আইনজীবীরা শোকবার্তা দিয়ে জানান, তারা মঙ্গলবার, আদালতের কার্যক্রমে অংশ নেবেন না। পরে মিটিং শেষে সিএমএম আদালতের বিচারকরা এজলাসে না ওঠার বিষয়ে সিদ্ধান্ত নেন। তবে আদালতের দাপ্তরিক কাজ স্বাভাবিক নিয়মে চলছে।’ ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার, ভোরে মারা যান খালেদা জিয়া। তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, আজ তার জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» দিল্লি থেকে হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব, বৈঠক করলেন নিরাপত্তা ও পররাষ্ট্র উপদেষ্টা

» হাদি হত্যাকাণ্ড-: সিবিউন, সঞ্জয় ও ফয়সালের তিন দিনের রিমান্ড

» ৪৬তম বিসিএসের বুধবার ও কালের মৌখিক পরীক্ষা স্থগিত

সম্প্রতি