৪৬তম বিসিএসের বুধবার ও আগামীকালের মৌখিক পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা করায় এ সিন্ধান্ত নেয়া হয়েছে বলে মঙ্গলবার, (৩০ ডিসেম্বর ২০২৫) বিকেলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত পরীক্ষা পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার, ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা যান।
গত ২৮ ডিসেম্বর ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। সূচি অনুসারে আজ সাধারণ ক্যাডারের পদে ১৯৫ জন মৌখিক পরীক্ষা নেয়ার কথা ছিল। আগামীকালও একই ক্যাডারের সমসংখ্যক প্রার্থীর মৌখিক পরীক্ষা নেয়ার সূচি ছিল।
গত ২৭ নভেম্বর চার হাজার ৪২ প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৬ এপ্রিল। প্রিলিমিনারিতে দুই লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছিল। ওই বছর ৯ মে প্রিলিমিনারি প্রকাশিত ফলে উত্তীর্ণ হয় ১০ হাজার ৬৩৮ জন।