ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ৭৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৪১৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে বরিশাল বিভাগে ১২জন, চট্টগ্রাম বিভাগে ৫৯ জন, ঢাকা বিভাগে ৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮জন, খুলনা বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, রাজশাহীতে ১ জন, সিলেটে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ১জন চট্টগ্রাম বিভাগে মারা গেছেন।
বয়স অনুযায়ী ৫ বছর বয়সের ৯ জন, ৬-১০ বছর বয়সের ৩ জন, ১১-১৫ বছর বয়সের ১০ জন, ১৬-২০ বছর বয়সের ১২ জন, ২১-২৫ বছর বয়সের ১৫ জন, ২৬-৩০ বছর বয়সের ১৮ জন, ৩১-৩৫ বছর বয়সের ১৬ জন, ৩৬-৪০ বছর বয়সের ৮ জন, ৪১-৪৫ বছরের ১০ জন, ৪৬-৫০ বছর বয়সের ৯জন, ৭৬-৮০ বছর বয়সের ১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এখনও হাসপাতালে ভর্তি আছে ৬৯৩ জন।