মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ পলাতক ৭ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ৮ জানুয়ারির মধ্যে তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছে। এ ট্রাইবুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ বল নোমান বলেন, ‘চিফ প্রসিকিউটর বনাম ওবায়দুল কাদের এবং অন্য মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ পলাতক আসামিকে আগামী ৮ জানুয়ারির মধ্যে ট্রাইবুনালে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ‘ওই তারিখের মধ্যে পলাতক আসামিরা ট্রাইব্যুনালে হাজির না হলে, তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হবে।’
আসামি তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, যুবলীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।