image
ডিমলায় বুড়ি তিস্তার খনন কাজ নিয়ে ঠিকাদারের সঙ্গে এলাকাবাসীর দ্বন্দ্বে হামলায় ক্ষতিগ্রস্ত আনসার ক্যাম্প -সংবাদ

পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতেই আনসার ক্যাম্পে হামলা

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, ডিমলা (নীলফামারী)

নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা নদী খনন প্রকল্পকে কেন্দ্র করে চরম সহিংসতার ঘটনা ঘটেছে।

১০ রাউন্ড গুলি লুট

ভাঙচুর ও লুটতরাজে কোটি টাকার ক্ষয়ক্ষতি

সাংবাদিকসহ আহত ১০ জন

পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যদের উপস্থিতিতেই দুর্বৃত্তরা কালীগঞ্জ এলাকায় একটি আনসার ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ করে। এ ঘটনায় আনসার সদস্যদের ব্যবহৃত ১০ রাউন্ড গুলি লুটসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ ঘটনায় আহত হয়েছেন সাংবাদিকসহ ১০ জন।

বুধবার, (৩১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় আনসার ক্যাম্পের সদস্যদের থাকার ঘর, আসবাবপত্র ও সরকারি মালামাল ভাঙচুর করা হয়। একই সঙ্গে বুড়ি তিস্তা নদী খনন প্রকল্পে ব্যবহৃত ৭টি এক্সকেভেটর ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ডিমলা উপজেলার কুঠির ডাঙ্গা এলাকার একটি সংগঠনের লোকজনের সঙ্গে বুড়ি তিস্তা নদী খনন প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ডিমলা অংশে নদী খননের প্রস্তুতি গ্রহণ করলে স্থানীয়দের একাংশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে ঘোষিত জাতীয় শোক উপলক্ষে সরকারি ছুটি থাকায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। শোকের দিনে নদী খননের প্রস্তুতি নিয়ে স্থানীয়ভাবে আপত্তি উঠলে পাউবো ও ঠিকাদারি প্রতিষ্ঠান সাময়িকভাবে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে সন্ধ্যার দিকে আলীম (৩৫) নামের এক ব্যক্তি মাইকিং করে লোকজন জড়ো করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হাজারো মানুষ সংঘবদ্ধ হয়ে আনসার ক্যাম্পে হামলা চালায়। মুহূর্তের মধ্যেই ক্যাম্পে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ শুরু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, আনসার ক্যাম্প ও খনন প্রকল্পে হামলা চালিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুতর। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ডিমলা থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পে হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘জাতীয়’ : আরও খবর

» খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

» ‘মব সন্ত্রাসে’ হত্যা ২০২৫ সালে আগের বছরের চেয়ে বেড়েছে

সম্প্রতি