image

যে দেশগুলো আগে নতুন বছর স্বাগত জানালো

বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬
সংবাদ অনলাইন রিপোর্ট

নিউজিল্যান্ডে আতশবাজি ও উৎসবের আলোয় নতুন বছর ২০২৬ স্বাগত জানানো হয়েছে। অকল্যান্ডের আকাশজুড়ে মধ্যরাতে ছড়িয়ে পড়েছে বর্ণাঢ্য আতশবাজি। একই সময়ে সামোয়া, টোঙ্গা ও টোকেলাউও নতুন বছরে প্রবেশ করেছে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছর বরণ করেছে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতি। প্রত্যন্ত অ্যাটল কিরিতিমাতিতে সেখানে নববর্ষ উদযাপন হয় সম্পূর্ণ প্রকৃতির মাঝে। নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপপুঞ্জে ৬০০ বাসিন্দা নতুন বছর উদযাপন করেছেন, আর দক্ষিণাঞ্চলের ওয়ানাকা শহরে বার্ষিক ‘রিদম অ্যান্ড আল্পস’ সংগীত উৎসবে হাজারো মানুষ গান ও নাচের মাধ্যমে বছরের প্রথম মুহূর্ত কাটিয়েছে।

সামোয়ায় পরিবারগুলো ঐতিহ্যবাহী পানীয় ‘আভা’ ভাগাভাগি করে নতুন বছরের আনন্দ উদযাপন করেছে। কিরিবাতি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র, যা জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে রয়েছে।

বিশ্বজুড়ে নববর্ষ উদযাপন চলছে, পরবর্তী বড় আতশবাজি আয়োজনের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া, যেখানে সিডনি অপেরা হাউস এলাকায় অনুষ্ঠিত হবে বৃহৎ উৎসব।

‘জাতীয়’ : আরও খবর

» খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

সম্প্রতি