image

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে আলোচনা

শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
সংবাদ অনলাইন রিপোর্ট

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন করতে ভারত-বাংলাদেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এর অংশ হিসেবে ভারত-বাংলাদেশ যৌথ পানি পর্যবেক্ষণও শুরু হয়েছে। ৩০ বছর মেয়াদী গঙ্গা চুক্তি চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে।

আজ শুক্রবার (২ জানুয়ারি) দুই দেশের কর্মকর্তাদের বরাতে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, বৃহস্পতিবার থেকে উভয় দেশ গঙ্গা ও পদ্মার পানির প্রবাহ পরিমাপ শুরু করেছে। আগামী ৩১ মে পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর এই কার্যক্রম চলবে।

কর্মকর্তারা জানিয়েছেন, পানি পর্যবেক্ষণের জন্য ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের (সিডব্লিউসি) উপপরিচালক সৌরভ কুমার এবং সহযোগী পরিচালক সানি অরোরা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আরিফিন জুবায়েদের নেতৃত্বে চার সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল ভারতের অবস্থান করছেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি