image

ফুসফুসের জটিলতায় হাসপাতালে ড. কামাল হোসেন

শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফুসফুসজনিত জটিলতা ও শারীরিক দুর্বলতায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার, (০২ জানুয়ারী ২০২৬) গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র ও ঘনিষ্ঠজনদের তথ্যানুযায়ী, ড. কামাল হোসেনের এই হঠাৎ অসুস্থতার সঙ্গে গত বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সময় সৃষ্ট ধকলের সম্পর্ক রয়েছে। মিজানুর রহমান জানান, ৮৮ বছর বয়সী এই প্রবীণ আইনজীবী বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। ড. কামাল হোসেনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

জানা গেছে, বুধবার (গত) তিনি (ড. কামাল হোসেন) খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউতে গিয়েছিলেন। কিন্তু অতিথিদের তালিকায় নাম না থাকায় এসএসএফ ভিআইপি রুট দিয়ে তার গাড়ি প্রবেশ করতে দেয়নি। ফলে বাধ্য হয়ে হুইলচেয়ারে করে বিশাল জনসমুদ্র ঠেলে দীর্ঘ পথ অতিক্রম করতে হয় তাকে। এই ঘটনার পর থেকেই তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বোধ করছিলেন, যা পরবর্তীতে ফুসফুসের জটিলতায় রূপ নেয়।

ড. কামাল হোসেন ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। প্রবীণ এই রাজনীতিবিদ ও আইনজীবীর অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের ছায়া নেমে এসেছে।

‘জাতীয়’ : আরও খবর

» হাদি হত্যার বিচার করতে ‘বিপ্লবী সরকার’ চাইলেন বোন মাসুমা

» নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই, মান্না ও জামায়াত নেতাসহ অনেকের মনোনয়ন বাতিল

» ত্রয়োদশ সংসদ নির্বাচন: সংস্কারের প্রতিশ্রুতি থাকলেও নারী প্রার্থীর হার মাত্র ৪ শতাংশ

সম্প্রতি