রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন হওয়া জুলাই গণ-অভ্যুত্থানের ১১৪ জন অজ্ঞাতনামা শহীদের মরদেহ উত্তোলন সম্পন্ন হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিএনএ নমুনা পরীক্ষার মাধ্যমে ইতিমধ্যে আট জন শহীদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে।
সোমবার রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করা হয়। শনাক্তকৃত শহীদেরা হলেন: মো. মাহিন মিয়া (২৫), আসাদুল্লাহ (৩১), পারভেজ বেপারী (২৩), রফিকুল ইসলাম (৫২), সোহেল রানা (৩৮), রফিকুল ইসলাম (২৯), ফয়সাল সরকার (২৬) ও কাবিল হোসেন (৫৮)।
২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গণ-অভ্যুত্থানকালে বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া এসব মরদেহ উত্তোলনের কাজ গত ৭ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয়। সিআইডি আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে স্থানটিতে একটি অস্থায়ী মর্গ স্থাপন করেছিল। মরদেহ উত্তোলনের পর ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্ত করা হয়। শহীদের নয়টি পরিবারের সদস্যদের দেওয়া ডিএনএ নমুনার সাথে মিলিয়ে উপরোল্লিখিত আট জনের পরিচয় নিশ্চিত করা হয়।
অনুষ্ঠানে সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ বলেন, পরিচয় ছাড়াই শহীদদের দাফন করা জাতির মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। আটজনের মরদেহ শনাক্তের মাধ্যমে শহীদদের প্রতি কিছুটা হলেও দায়মুক্তি হলো। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই কার্যক্রমটি সম্পন্ন করা হয় এবং এতে দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞরা সহায়তা করেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিহতদের মধ্যে ১১৪ জনেরই তখন পরিচয় জানা যায়নি। স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলাম ওই সময়ে রায়েরবাজার কবরস্থানে ২০২৪ সালের জুলাই মাসে ৮০ জন এবং আগস্ট মাসে ৩৪ জনের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করেছিল।
গত বছরের ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোহাম্মদপুর থানার এক এসআই-এর আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক–ই–আজম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক সায়েদুর রহমান এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পাস: জকসু: যান্ত্রিক ত্রুটিতে আটকে ভোট গণনা
আন্তর্জাতিক: উত্তর গাজায় দখল বৃদ্ধি, দক্ষিণে বোমা হামলা
আন্তর্জাতিক: ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নিশানায় কোন দেশ
অর্থ-বাণিজ্য: ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনবে সরকার
সারাদেশ: নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা