image

হাদি হত্যার অভিযোগপত্র কাল দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংবাদ অনলাইন রিপোর্ট

ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলাটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ১৪,৫৬১ জনকে গ্রেপ্তার

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোনো স্থানে প্রবেশ করতে পারবেন

আগামীকাল আলোচিত এই হত্যা মামলার অভিযোগপত্র দেয়া হবে বলে নিশ্চিত করেন তিনি। সোমবার, (০৫ জানুয়ারী ২০২৬) দুপুরে আইনশৃঙ্খলাবিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় আগামী ৭ জানুয়ারি চূড়ান্ত চার্জশিট দেয়া হবে। ইতোমধ্যে এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এ মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এ হত্যাকা-ের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিহত করতে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।’

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত বছর ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় দিয়ে যাওয়ার সময় চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী।

গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অপারেশন করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর দুদিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গত বছর ১৮ ডিসেম্বর হাদির মৃত্যুর খবর আসে। এই ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীীন আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে ও মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।

এজন্য সবার সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যথা সময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন, তারা ব্যর্থ হবেন- এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে আরও কঠোর থাকবে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর বা নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো অপতৎপরতা প্রতিরোধে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটকেন্দ্রসহ যে কোনো সময় যে কোনো স্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী প্রবেশ করতে পারবেন বলেও জানান তিনি।

আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষু্ণ্ণ রাখার উদ্দেশে সরকারের দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং উসকানিমূলক বক্তব্য পরিহারের বিষয়েও আইনশৃঙ্খলাবিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভায় বিস্তারিত আলোচনা করা হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এছাড়া সভায় বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে কঠোর নজরদারি এবং পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখার বিষয়ে নিবিড় আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে সীমান্ত ও পার্বত্য এলাকায় নিয়মিত টহল এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।’

এই সভায় দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অর্থনৈতিক ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা জোরদার ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে গবেষণা ও নজরদারি বাড়ানোর এবং দেশের অভ্যন্তরের পাশাপাশি আন্তর্জাতিক পরিম-লে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে নজরদারি বৃদ্ধির নির্দেশ দেয়া হয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন।

উপদেষ্টা আরও জানায়, গত বছর ১৩ ডিসেম্বর থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে গত ৪ জানুয়ারি পর্যন্ত ১৪,৫৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১টি আগ্নেয়াস্ত্র, ১৫৪১ রাউন্ড গুলি, ৫৬৬ রাউন্ড কার্তুজ, ১৬৫টি দেশি অস্ত্র, গ্রেনেড মর্র্টার গোলা, গান পাউডার, বোমা তৈরির উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে।

অভিযান চলাকালে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৯ হাজার ২৩৫ জনসহ সর্বমোট ৩৮ হাজার ৮০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর ডেভিল হান্ট ফেইজ-২-এর অংশ হিসেবে চেকপোস্ট ও টহলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সভায় বর্তমানে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ড্রাইভারদের সতর্কভাবে গাড়ি চালাতে পরামর্শ দিয়েছেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি